অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত ইস্টার্ন ব্যাংকের

  • নিজস্ব প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: এপ্রিল ৩, ২০২২, ১২:৩৬ পিএম
অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত ইস্টার্ন ব্যাংকের

ফাইল ছবি

ঢাকা : পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি ইস্টার্ন ব্যাংক লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। 

রোববার (৩ এপ্রিল) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, নিয়ন্ত্রক সংস্থার সম্মতি সাপেক্ষে ব্যাংকটি ১২০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত মূলধন বাড়াবে।

এজন্য ব্যাংকটি আগামী ১৯ মে সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে ইজিএম আহ্বান করেছে। ইজিএম সংক্রান্ত রেকর্ড তারিখ আগামী ২৫ এপ্রিল নির্ধারণ করা হয়েছে।

সোনালীনিউজ/এএইচ

Link copied!