উৎপাদন বন্ধ রিজেন্ট টেক্সটাইলের, মেইন গেইটে তালা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৩, ০৬:৪২ পিএম
উৎপাদন বন্ধ রিজেন্ট টেক্সটাইলের, মেইন গেইটে তালা

ঢাকা: তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেডের উৎপাদন বন্ধ। সরেজমিন পরিদর্শনে বিষয়টি নিশ্চিত হয়েছে নিয়ন্ত্রক সংস্থা ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) ডিএসই এ তথ্য জানিয়েছে।

আজ ২৬ সেপ্টেম্বর ডিএসইর পরিদর্শন দল রিজেন্ট টেক্সটাইলের কারখানা পরিদর্শন করে। পরিদর্শক দল কারখানায় গিয়ে দেখে- কার্যক্রম সম্পূর্ণ বন্ধ রয়েছে। কারখানার মেইন গেটও বন্ধ দেখা যায়।

১২৮ কোটি ৬১ লাখ ২০ হাজার টাকার পরিশোধিত মূলধন নিয়ে ২০১৫ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। ৩০ জুন ২০২০ সালে শেয়ারহোল্ডারদের নামমাত্র ১ শতাংশ নগদ লভ্যাংশ দেয় কোম্পানিটি। 

সর্বশেষ মঙ্গলবার শেয়ার লেনদেন হয়েছে ৯ টাকা ৮০ পয়সায়। অর্থাৎ অভিহিত মূল্যের চেয়ে ২০ পয়সা কমে লেনদেন হয়েছে। 

১৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনী এই কোম্পানির বর্তমান শেয়ার সংখ্যা ১২ কোটি ৮৬ লাখ ১২ হাজার ১৩৭টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালকদের হাতে রয়েছে ৫৪ দশমিক ৫৫ শতাংশ। প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪ দশমিক ৬১ শতাংশ শেয়ার আর সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪০ দশমিক ৮৪ শতাংশ শেয়ার। কোম্পানিটির মধ্যম ও দীর্ঘ মেয়াদে ১২৪ কোটি টাকার ঋণ রয়েছে।

আইএ

Link copied!