বেক্সিমকোর ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২৪, ০৪:৫৬ পিএম
বেক্সিমকোর ২ হাজার ৬২৫ কোটি টাকার বন্ড অনুমোদন

ঢাকা: শেয়ারবাজারে তালিকাভুক্ত বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি লিমিটেডের (বেক্সিমকো) বন্ডের অনুমোদন দিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

রোববার (৩১ মার্চ) অনুষ্ঠিত ৯০৫তম কমিশন বৈঠকে বেক্সিমকো ফার্স্ট আনসিকিউরড জিরো-কুপন বন্ডের অনুমোদন দেয় বিএসইসি। বিএসইসি সূত্রে এই তথ্য জানা গেছে।

অভিহিত মূল্যে বন্ডের আকার হবে ২ হাজার ৬২৫ কোটি টাকা। আলোচিত বন্ডটি হবে আন-সিকিউরড, নন-কনভার্টিবল এবং রিডিমেবল।এর ডিসকাউন্ট রেট ১৫ শতাংশ।

জানা গেছে, বন্ডটির প্রতি লটের ইস্যু মূল্য ৫০ হাজার টাকা। বন্ডটি থেকে অর্থ উত্তোলনের মাধ্যমে ব্যাংক ঋণ পরিশোধ এবং মায়ানগর প্রকল্পের উন্নয়নের জন্য ডেভেলাপারকে ঋণ প্রদাণ করবে বেক্সিমকো।

বন্ডটির ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স এবং অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে আইএফআইসি ইনভেস্টমেন্ট লিমিটেড।

আইএ

Link copied!