অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি, কারণ জানে না লাভেলো আইসক্রিম

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৯, ২০২৫, ১১:২৩ এএম
অস্বাভাবিক শেয়ার দর বৃদ্ধি, কারণ জানে না লাভেলো আইসক্রিম

ঢাকা : দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির শেয়ারদর অস্বাভাবিকভাবে হারে বাড়ছে। গত ২৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে ৩৬ শতাংশ। 

তবে শেয়ারদর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই তালিকাভুক্ত এ কোম্পানির কাছে। বৃহস্পতিবার (১৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, লাভেলো আইসক্রিমের শেয়ারদর অস্বাভাবিকভাবে বাড়ার কারণ জানতে চেয়ে সম্প্রতি নোটিশ পাঠিয়েছে ডিএসই। এর জবাবে কোম্পানিটি জানায় কোনো অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

উল্লেখ্য, কোম্পানিটির গত ০৭ মে শেয়ারদর ছিল ৭৪ টাকা ৮০ টাকা। আর গতকাল বুধবার (১৮ জুন) লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারদর ১০২ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২৬ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারদর ২৭ টাকা ২০ বা ৩৬ দশমিক ৩৬ শতাংশ বেড়েছে।

এএইচ/পিএস

Link copied!