বীমা কোম্পানির সিইওদের সাথে বিআইএ’র মতবিনিময় বুধবার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৪, ২০২৫, ০৩:৫৫ পিএম
বীমা কোম্পানির সিইওদের সাথে বিআইএ’র মতবিনিময় বুধবার

ঢাকা: দেশের লাইফ বীমা খাতের সব কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তার সাথে মতবিনিময় করবে বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)। আগামী ২৫ জুন (বুধবার) সন্ধ্যা ৭টায় রাজধানীর ঢাকা ক্লাবের সিনহা লাউঞ্জে এই সভা আয়োজন করা হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করবেন বীমা মালিকদের সংগঠন বিআইএ’র প্রেসিডেন্ট সাঈদ আহমেদ। 

এ সংক্রান্ত একটি চিঠি গত ৪ জুন সকল লাইফ বীমা কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।  

এর আগে বীমা শিল্পের সার্বিক বিষয়াদি নিয়ে সকল লাইফ ও নন-লাইফ কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা ও চেয়ারম্যানদের সাথে পর্যায়ক্রমে আলাদাভাবে ও পরবর্তীতে যৌথভাবে আলোচনা সভা আয়োজন করার সিদ্ধান্ত নেয়া হয় বিআইএ’র নির্বাহী কমিটির ২২৪তম সভায়।

গত ২৭ মে অনুষ্ঠিত ওই সভার সিদ্ধান্ত অনুসারে মুখ্য নির্বাহীদের সাথে এই মতবিনিময় সভা আয়োজন করা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। 

একইসাথে সভাটি বীমা খাতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিধায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানানো হয়েছে।

এআর

Link copied!