ইসলামী ব্যাংকের সাথে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ২৯, ২০২৫, ০১:২৬ পিএম
ইসলামী ব্যাংকের সাথে ঢাকা কলেজের চুক্তি স্বাক্ষর

ঢাকা : শিক্ষার্থীদের যাবতীয় ফি আদায়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি ও ঢাকা কলেজের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। গত ২২ জুন (রোববার) এই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

ঢাকা কলেজের শিক্ষক লাউঞ্জে ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর (চলতি দায়িত্ব) মোঃ ওমর ফারুক খান-এর উপস্থিতিতে ঢাকা কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে এম ইলিয়াস ও ব্যাংকের ঢাকা নিউ মার্কেট শাখার প্রধান মোহাম্মদ মাহবুবুস সাজ্জাদ সমঝোতা স্মারকে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন।

এ চুক্তির আওতায় ঢাকা কলেজের শিক্ষার্থীরা টিউশন ফি ও সেশন ফি-সহ যে কোন ধরনের ফি ইসলামী ব্যাংকের শাখা, উপশাখা ও এজেন্ট আউটলেট এবং সেলফিন অ্যাপের মাধ্যমে কর্পোরেট সেবার আওতায় দ্রুত প্রদান করতে পারবেন।  

ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মোঃ মাহবুব-এ-আলম-এর সভাপতিত্বে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোঃ মজনুজ্জামান ও ঢাকা কলেজের ভাইস প্রিন্সিপাল পারভীন সুলতানা হায়দারসহ কলেজের বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পিএস

Link copied!