ঢাকা : জুলাই পুনর্জাগরণ ও তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে ক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছে শাহ্জালাল ইসলামী ব্যাংক।
বুধবার (০৬ আগস্ট) ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের সম্মুখে এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়।
শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ইমতিয়াজ ইউ. আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বৃক্ষের চারা রোপণ করেন।
এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের টাওয়ার শাখার ব্যবস্থাপক মো: আরিফুর রহমান, আন্তর্জাতিক বিভাগের প্রধান মোহাম্মদ আব্দুল মজিদ, সাধারণ সেবা বিভাগের প্রধান আবুল বাশার মো: জাফরী, টাওয়ার শাখার ডেপুটি ম্যানেজার শাহাবুদ্দিন মজুমদার এবং সাধারণ সেবা বিভাগের এসএভিপি মেজর মো: ফারিকুল ইসলাম (অব.) উপস্থিত ছিলেন।
পিএস
আপনার মতামত লিখুন :