ফাইল ছবি
সরকারি চাকরিজীবীদের ১৫ ডিসেম্বরের মধ্যে নবম পে-স্কেলের গেজেট প্রকাশের আলটিমেটামের মধ্যেই কমিশন জানিয়েছে, চূড়ান্ত সুপারিশ দ্রুত জমা দেওয়ার কাজ চলছে। কমিশনের এক সদস্য জানান, চূড়ান্ত প্রতিবেদন তৈরি ও লেখালিখির কাজ এখনো চলমান, খুব দ্রুত সময়ের মধ্যেই সুপারিশ দাখিল করা হবে।
তবে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ সম্ভব কি না, সেই বিষয়ে সুনির্দিষ্ট কোনো উত্তর দেওয়া হয়নি। কমিশনের এ বক্তব্যের মধ্যেই বোঝা যাচ্ছে, সরকারি কর্মচারীদের দেওয়া সময়সীমা ও বাস্তবতার মধ্যে কিছুটা ফাঁক আছে।
এদিকে সরকারি চাকরিজীবীরা ইতিমধ্যেই কঠোর অবস্থান নিয়েছেন। তারা বলেছেন, নতুন বেতন কাঠামোর গেজেট যদি ১৫ ডিসেম্বরের মধ্যে প্রকাশ না হয়, তবে ১৭ ডিসেম্বর থেকে মাঠে কঠোর কর্মসূচি শুরু করা হবে। শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক সংগঠনগুলোও আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে।
কমিশন ও সরকারি সূত্র বলছে, ডিসেম্বর মাসের মধ্যে সুপারিশ জমা দিতে কিছুটা সময় লাগতে পারে। এরপর যাচাই-বাছাই ও গেজেট প্রক্রিয়া সম্পন্ন করতে আরও সময় প্রয়োজন। এই কারণে ১৫ ডিসেম্বরের মধ্যে গেজেট প্রকাশ প্রায় অসম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এসএইচ
আপনার মতামত লিখুন :