দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। মাত্র দুই দিনের ব্যবধানে দ্বিতীয় দফায় দাম বাড়িয়ে ২২ ক্যারেট সোনার ভরি এখন ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বশেষ এই মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবার (১৪ নভেম্বর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ভালো মানের বা ২২ ক্যারেট সোনার প্রতি ভরিতে দাম বেড়েছে ৫ হাজার ২৪৮ টাকা।
২১ ক্যারেটের ক্ষেত্রে বেড়েছে ৫ হাজার ৩ টাকা, নতুন দাম ২ লাখ ৪ হাজার ৩ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরিতে বৃদ্ধি পেয়েছে ৪ হাজার ২৯২ টাকা, দাম হয়েছে ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা।
অন্যদিকে সনাতন পদ্ধতিতে প্রস্তুত সোনার দাম বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা, যা পূর্বের তুলনায় ৩ হাজার ৬৬৯ টাকা বেশি।
এর আগে, গত ১২ নভেম্বরই ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৪ হাজার ১৮৮ টাকা বাড়িয়ে ২ লাখ ৮ হাজার ৪৭১ টাকা নির্ধারণ করেছিল বাজুস। অর্থাৎ মাত্র দুই দিন পর আবারও প্রতি ভরিতে পাঁচ হাজার টাকার বেশি বৃদ্ধি হলো।
বাজুস জানায়, আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধির পাশাপাশি স্থানীয় তেজাবি সোনার (পাকা সোনা) মূল্যবৃদ্ধির কারণে দেশীয় বাজারেও এই সমন্বয় আনা হয়েছে।
তবে সোনার দামের এই ধারাবাহিক বৃদ্ধির মধ্যেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে।
বর্তমানে ২২ ক্যারেট রুপার প্রতি ভরি ৪ হাজার ২৪৬ টাকা,
২১ ক্যারেট ৪ হাজার ৪৭ টাকা,
১৮ ক্যারেট ৩ হাজার ৪৭৬ টাকা
এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ২ হাজার ৬০১ টাকায় বিক্রি হচ্ছে।
এম
আপনার মতামত লিখুন :