আরও বাড়লো সোনার দাম

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ১৫, ২০২৫, ১০:২৭ পিএম
আরও বাড়লো সোনার দাম

দেশের বাজারে আবারও বাড়ানো হয়েছে সোনার দাম। স্থানীয় বাজারে তেজাবী বা পাকা সোনার মূল্য বৃদ্ধির প্রভাবেই এই সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন ঘোষণায় সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরিতে এক হাজার ৪৭০ টাকা বাড়ানো হয়েছে।

ফলে এখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ কিনতে গুনতে হবে ২ লাখ ১৭ হাজার ৬৭ টাকা। বাজুস জানিয়েছে, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে এই নতুন মূল্য কার্যকর হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম পুনর্নির্ধারণের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে গত ২০ অক্টোবর স্বর্ণের দাম বাড়ানোর পর দেশের ইতিহাসে সর্বোচ্চ দামে পৌঁছায় স্বর্ণ। তখন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছিল ২ লাখ ১৭ হাজার ৩৮২ টাকা।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৪১১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭ হাজার ২১১ টাকা।

১৮ ক্যারেটের স্বর্ণের দাম এক হাজার ২৪৮ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে এক লাখ ৭৭ হাজার ৬৪৩ টাকা।

এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক হাজার ৬১ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে এক লাখ ৪৭ হাজার ৮৯৯ টাকা।

এম

Link copied!