বোনাস নিয়ে বিক্ষোভ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের

  • নিজস্ব প্রতিবদেক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২৮, ২০১৭, ০৬:০৪ পিএম
বোনাস নিয়ে বিক্ষোভ বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের

ঢাকা: পুরনো স্কেলে প্রণোদনা বোনাসের সিদ্ধান্তে ফুঁসে উঠেছেন বাংলাদেশ ব্যাংকের সাধারণ কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (২৮ আগস্ট) দুপুরে মতিঝিলে ব্যাংলাদেশ ব্যাংক ভবনের নিচে বিক্ষোভ করেন তারা।

সোমবার সকাল থেকে বিক্ষোভের পর কর্মকর্তারা গভর্নর ভবনের সামনে অবস্থান নেন। তবে গভর্নর ফজলে কবির তাদের থামাতে পারেননি।

এর আগে রোববার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত হয়, ২০১৫ সালের জুনের মূল বেতনের পাঁচ গুণ প্রণোদনা বোনাস দেয়া হবে।

বিক্ষোভকারী একজন বলেন, ২০১৫ সালে নতুন পে-স্কেল কার্যকর হলেও এখনো পুরাতন বেসিকে উৎসব বোনাস দেয়া হচ্ছে। এর মাধ্যমে আমাদের ঠকানো হচ্ছে।

এছাড়া কর্মসূচিতে আরো বক্তব্য দেন, বাংলাদেশ ব্যাংক অফির্সাস ওয়েল ফেয়ার কাউন্সিলের সভাপতি এএইচ দেলোয়ার হোসেন, সেক্রেটারি ইস্তেকমাল হোসেন, অফির্সাস কাউন্সিলের নেতা ও বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নওসাদ মোস্তফা প্রমুখ।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা মূল বেতনের সমান টাকা বোনাস পেতেন। নতুন বেতন স্কেল অনুযায়ীও মূল বেতনের সমান বোনাস পাওয়ার কথা। কিন্তু বর্তমান গভর্নর দায়িত্ব নেয়ার পর পুরাতন বেতন স্কেল অনুযায়ী (২০১৫ বেতন স্কেল) বোনাস দেওয়ার সিদ্ধান্ত নেয় ব্যাংকের পরিচালনা পর্ষদ। ফলে কর্মকর্তাদের মধ্যে অসন্তোষ দেখা দেয়।

সোনালীনিউজ/ঢাকা/এমএইচএম

Link copied!