বাজারে গ্রীষ্মকালীন সবজি, দাম নাগালের বাইরে

  • নাহিদ আল মালেক, বগুড়া | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ৫, ২০১৮, ১২:০১ পিএম
বাজারে গ্রীষ্মকালীন সবজি, দাম নাগালের বাইরে

বগুড়া: জেলার বাজারে উঠেছে নানা জাতের গ্রীষ্মকালীন সবজি। কিন্তু দাম সাধারণ ক্রেতাদের নাগালের বাইরে। বগুড়া জেলার বিভিন্ন হাটে বাজারে উঠেছে এসব নানা জাতের সবজি।

শেরপুর শহরের রেজিষ্ট্রি অফিস বাজারে গিয়ে দেখা গেছে- গ্রীষ্মকালীন সবজিতে বাজার ভরপুর। কিন্তু দাম চড়া।

বিক্রেতারা জানান, এসময়ে পটল ৬০ টাকা কেজি, ঢেড়শ ৪০ টাকা কেজি, ঝিঙ্গা ৪০ টাকা কেজি, কাকরোল ৬০ টাকা কেজি, বেগুন ৬০ টাকা কেজি, কুমড়া ৪০ টাকা পিস, তরই ৪০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৩০ টাকা কেজি, কচুর লতি ৬০ টাকা কেজি, করলা ৪০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হচ্ছে।

সাধারণ ক্রেতারা জানান, ভরপুর গ্রীষ্মকালীন সবজি মৌসুমে এ দাম তুলনামুলকভাবে অনেক বেশি। এছাড়া পেয়াজের দাম বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতি কেজি পিয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে স্বস্তি  রয়েছে কাঁচা মরিচে। কাচাঁ মরিচ প্রতি কেজি ৩০ থেকে ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে।


সোনালীনিউজ/ঢাকা/আকন

Link copied!