ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের ৩৯টি কেন্দ্রের মধ্যে ২৬টি কেন্দ্রের ভোট গণনা শেষে শিবির সমর্থিত প্রার্থীরা ভাইস প্রেসিডেন্ট (ভিপি), জেনারেল সেক্রেটারি (জিএস) ও অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি (এজিএস) পদে এগিয়ে রয়েছেন।
২৫ নম্বর কেন্দ্র মনোবিজ্ঞান থেকে ফলাফলে দেখা গেছে, ভিপি পদে শিবির সমর্থিত রিয়াজুল ইসলাম ১২৪ ভোট পেয়ে ছাত্রদল সমর্থিত একেএম রাকিবের ৮৩ ভোটের সঙ্গে ৪১ ভোটের ব্যবধান সৃষ্টি করেছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ৮৬ ভোট পেয়েছেন, খাদিজাতুল কুবরা ৩৩ ভোটে পিছিয়ে থাকায় ব্যবধান ৫৩ ভোট। এজিএস পদে মাসুদ রানা ৮৯ ভোট পেয়েছেন, তানজিল ৮৮ ভোটে僅 ১ ভোটের ব্যবধান।
২৬ নম্বর কেন্দ্র রসায়ন থেকে শিবিরের প্রাধান্য আরও সুস্পষ্ট। ভিপি পদে রিয়াজুল ইসলাম ২২৩ ভোটে একেএম রাকিবের ১১৬ ভোটকে ছাড়িয়ে ১০৭ ভোটের ব্যবধান তৈরি করেছেন। জিএস পদে আব্দুল আলিম আরিফ ২২৭ ভোট পেয়ে খাদিজাতুল কুবরাকে ৬২ ভোটে পিছিয়ে রেখেছেন। এজিএসে মাসুদ রানা ১৭০ ভোটে তানজিলের ১৪৪ ভোটকে ছাড়িয়ে ২৬ ভোটের ব্যবধান নিশ্চিত করেছেন।
এ হিসাবে ৩৯ কেন্দ্রের মোট ফলাফলে শিবির সমর্থিত প্রার্থীদের ভোটে বড় ব্যবধান লক্ষ্য করা গেছে। বিশেষ করে জিএস ও এজিএস পদে শিবির প্রার্থীরা গুরুত্বপূর্ণ লিড তৈরি করেছেন। এই ফলাফল থেকে বোঝা যাচ্ছে, নির্বাচনে শিবিরের প্রাধান্য দৃঢ়, ছাত্রদল কিছু কেন্দ্রেই তুলনায় নিকট প্রতিদ্বন্দ্বিতা রেখেছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :