এখন থেকে ৪ বছর বয়সেই প্রাথমিক স্কুলে ভর্তি

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ২২, ২০২০, ১১:২৯ এএম
এখন থেকে ৪ বছর বয়সেই প্রাথমিক স্কুলে ভর্তি

প্রাক-প্রাথমিক শিক্ষায় বড় ধরনের পরিবর্তন আসছে। প্রাক-প্রাথমিক শিক্ষা হবে এক বছর মেয়াদি। শিশু শ্রেণি নামে এই ক্লাসে ভর্তির জন্য শিশুদের বয়স পাঁচের বদলে চার নির্ধারণ করা হচ্ছে।

প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম-আল-হোসেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান।

অনুষ্ঠানে তিনি বলেন, 'কোমলমতি শিশুদের বিদ্যালয়মুখী করতে প্রাক-প্রাথমিক শ্রেণিতে বর্তমানে বিদ্যমান শিশুদের বয়স পাঁচ বছরের পরিবর্তে চার বছর করা হবে।'

অনুষ্ঠানে সচিব আরও বলেন, এরই মধ্যে সরকার সবার জন্য শিক্ষা নিশ্চিত করতে পেরেছে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করা এখন সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্য নিশ্চিত করতে হলে দুর্নীতিমুক্ত শিক্ষা ক্ষেত্র তৈরি করতে হবে। দুর্নীতিকে শূন্যের কোঠায় নিয়ে আসতে হবে।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Link copied!