ঢাকা: সিলেট শিক্ষা বোর্ডে এবার পাসের হার ৬৮ দশমিক ৫৭ শতাংশ। এবার সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ কমেছে।
এ বছর এসএসসি পরীক্ষায় মেয়েদের পাশের হার ৬৮ দশমিক ৫৪ শতাংশ এবং ছেলেদের পাশের হার ৬৮ দশমিক ৬২ শতাংশ।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আনোয়ার হোসেন চৌধুরী এসব তথ্য নিশ্চিত করেন।
জানা গেছে, এ বছর সিলেট বোর্ডে মোট পরীক্ষার্থী ছিল ১ লাখ ২ হাজার ২১৯ জন। তার মধ্যে পাস করেছে ৭০ হাজার ৯১ জন। জিপিএ-৫ পেয়েছে ৩৬১৪ জন। তার মধ্যে ছেলে ১ হাজার ৭৯১ জন ও মেয়ে ১ হাজার ৮২৩ জন। গত বছর পাসের হার ছিল ৭৩ দশমিক ৩৫ শতাংশ ও জিপিএ-৫ পেয়েছিল ৫ হাজার ৪৭১ জন।
অন্যদিকে, সিলেটে ৬০ হাজার ৪১৫ জন মেয়ে পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৪১ হাজার ৪০৭ জন এবং ৪১ হাজার ৮০৪ জন ছেলে পরীক্ষার্থীর মধ্যে ২৮ হাজার ৬৮৪ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়।
এআর
আপনার মতামত লিখুন :