মাউশি ভেঙে দুই অধিদপ্তর: মাধ্যমিক ও কলেজ শিক্ষাকে আলাদা

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৭:১৭ পিএম
মাউশি ভেঙে দুই অধিদপ্তর: মাধ্যমিক ও কলেজ শিক্ষাকে আলাদা

ফাইল ছবি

ঢাকা: মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর ভেঙে নতুন দুটি পৃথক অধিদপ্তর গঠনের সিদ্ধান্ত দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। একটির নাম হবে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর, আর অন্যটি কলেজ শিক্ষা অধিদপ্তর। প্রধান উপদেষ্টা ইতিমধ্যে এ বিষয়ে সম্মতি দিয়েছেন।

রোববার (১২ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সিফাত উদ্দিনের সই করা অফিস আদেশে এ তথ্য জানানো হয়। নতুন দুটি অধিদপ্তরের পূর্ণাঙ্গ অর্গানোগ্রাম ও কার্যতালিকা প্রণয়ের জন্য ছয় সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে প্রস্তাবপত্র মন্ত্রণালয়ে জমা দিতে বলা হয়েছে।

কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকবেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্ম সচিব (সরকারি মাধ্যমিক অধিদপ্তর) এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন উপসচিব/সিনিয়র সহকারী সচিব (সরকারি মাধ্যমিক-১)। সদস্য হিসেবে থাকবেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপসচিব (সরকারি কলেজ-১), জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিনিধি, অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা/বাস্তবায়ন অনুবিভাগের প্রতিনিধি, মাউশির উপ-পরিচালক (মাধ্যমিক), উপ-পরিচালক (সাধারণ প্রশাসন) এবং সহকারী পরিচালক (বাজেট)।

অফিস আদেশে কমিটির প্রধান দায়িত্ব নির্ধারণ করা হয়েছে Rules of Business, 1996 অনুযায়ী গঠিত অধিদপ্তরসমূহের কার্যতালিকা প্রণয়ন; দুটি অধিদপ্তরের সাংগঠনিক কাঠামো ও কর্মবণ্টন প্রস্তুত করা; টিওএন্ডই (Table of official & Equipment) নির্ধারণসহ অন্যান্য প্রশাসনিক প্রস্তুতি।

এসএইচ

Link copied!