এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার, গতবছর ছিল এক লাখ ৪৫ হাজার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২৫, ১০:১৫ এএম
এবার জিপিএ-৫ পেয়েছেন ৬৯ হাজার, গতবছর ছিল এক লাখ ৪৫ হাজার

ফাইল ছবি

সারা দেশের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে আজ (বৃহস্পতিবার) সকাল ১০টায়। এবার মোট ৬৯ হাজার ৯৭ জন পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন—যা গত বছরের তুলনায় ৭৬ হাজার ৮১৪ জন কম।

২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছিলেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন শিক্ষার্থী। অর্থাৎ, এবারের ফলাফলে মেধার শীর্ষে থাকা শিক্ষার্থীর সংখ্যা প্রায় অর্ধেকে নেমে এসেছে।

শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট, এসএমএস এবং নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারছেন।

২০২৫ সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে ফরম পূরণ করেছিলেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ১৮ হাজার ১৫ জন এবং ছাত্রী ৬ লাখ ৩৩ হাজার ৯৬ জন। দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

তবে প্রায় ২৭ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেননি, ফলে চূড়ান্তভাবে ফলাফলের আওতায় এসেছেন সোয়া ১২ লাখেরও বেশি শিক্ষার্থী।

এম

Link copied!