২৭ বছর অচল বাকসু ভবনে ঝুলল ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানার

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ১০:৫২ এএম
২৭ বছর অচল বাকসু ভবনে ঝুলল ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানার

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) কার্যালয়ে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ লেখা ব্যানার সাঁটিয়ে দিয়েছে শিক্ষার্থীদের একাংশ। ২৭ বছরে ধরে অকার্যকর থাকায় এবং ছাত্র সংসদ নির্বাচনের কোনো অগ্রগতি না দেখে একদল শিক্ষার্থী ওই ব্যানার সাঁটিয়ে দেন ।

রোববার (২৬ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের বাকসু ভবনে এই ব্যানার সাঁটিয়ে দেওয়া হয়।

শিক্ষার্থীদের পক্ষে বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থী রুপায়ন ভূঁইয়া জানান, ‘আমিসহ আমার বন্ধুরা মিলে ‘সেন্ট্রাল ভাতের হোটেল’ ব্যানারটি লাগিয়েছি।’

তিনি এসময় বলেন, বিশ্ববিদ্যালয়ে গনতান্ত্রিক চর্চা করতে পারা আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের  মৌলিক অধিকার। সে জায়গা থেকে দেখা যায়, শিক্ষার্থীদের মত প্রকাশের গণতান্ত্রিক অধিকার থেকে আমরা দীর্ঘ ২৭ বছর ধরে বঞ্চিত।  আমরা চাই ছাত্র সংসদ তথা বাকসুর মাধ্যমে আমাদের অধিকার ফিরে আসুক। যারা ছাত্রদের অধিকার নিয়ে কথা বলবে এবং স্বপ্ন দেখাবে নতুন বাংলাদেশ বিনির্মানে। 

তিনি আরও বলেন, সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন হয়েছে, তারপর থেকে  আজ দীর্ঘ ২৭ বছর অচল অবস্থা, কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন দলীয় সরকার ক্ষমতায় এসেছে। ঐসব দলীয় সরকারের প্রশাসন সারা বাংলাদেশের ক্যাম্পাসে ছাত্র সংসদ  নির্বাচন দেয় নাই। কারন তারা ছাত্রদের এক্টিভিটিসকে ভয় পায়।  এখনো বাকৃবিতে ইঞ্জিনিয়ারিং করা হচ্ছে যেন বাকসু না হয়, কারণ তারা এতে মনে করে তাদের দলীয় আধিপত্য কমে যাবে। আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই অনতিবিলম্বে বাকসুর পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা করতে হবে। 

উল্লেখ্য, স্বাধীনতার আগে প্রতিষ্ঠিত দেশের প্রাচীনতম কৃষি শিক্ষা প্রতিষ্ঠান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (বাকসু) দীর্ঘ ২৭ বছর ধরে অকার্যকর অবস্থায় রয়েছে। সর্বশেষ ১৯৯৮ সালে বাকসু নির্বাচন অনুষ্ঠিত হলেও এরপর আর কোনো নির্বাচন হয়নি।

এম

Link copied!