ছবি: প্রতীকী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ।
সোমবার (২৭ অক্টোবর) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয়েছে, হলের জনসমাগমস্থলে ধূমপান করলে বিদ্যমান আইন অনুযায়ী ৫০ থেকে ৩০০ টাকা পর্যন্ত জরিমানা করা হবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কেউ মাদক সেবন বা মজুত করতে ধরা পড়লে তাঁর অভিভাবককে ডেকে এনে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার করা হবে।
হল প্রশাসনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন অনেক শিক্ষার্থী। তাঁদের মতে, সাধারণ স্থানে ধূমপান বন্ধ হলে পরিবেশ অনেকটা স্বাস্থ্যসম্মত হবে।
এ বিষয়ে এ এফ রহমান হলের প্রভোস্ট মো. ফারুক শাহ বলেন, ‘অনেক অধূমপায়ী শিক্ষার্থী বিষয়টি নিয়ে অভিযোগ জানিয়েছিল। আমরা ধূমপানের জন্য আলাদা জায়গা নির্ধারণ করে দিতে পারি না।’
তবে হলে ধূমপান পুরোপুরি নিষিদ্ধ নয় বলে জানান তিনি। “শিক্ষার্থীরা নিজ নিজ কক্ষে বা নির্দিষ্ট জায়গায় ধূমপান করতে পারে,” বলেন প্রভোস্ট।
এর আগে, গত ২৭ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এ এফ রহমান হল কর্তৃপক্ষ জনসমাগমস্থলে ধূমপান নিষিদ্ধ ঘোষণা করেছিল। এবার একই পথে হাঁটল জহুরুল হক হল প্রশাসনও।
এসএইচ
আপনার মতামত লিখুন :