ছবি: সংগৃহীত
জাতীয়করণের দাবিতে ১৭তম দিনের আন্দোলনে থাকা ইবতেদায়ি মাদরাসার শিক্ষকদের ওপর জলকামান ও সাউন্ড গ্রেনেড ছুড়েছে পুলিশ। সচিবালয়ের দিকে ভুখা মিছিল নিয়ে অগ্রসর হওয়ার সময় দুপুরে এ ঘটনা ঘটে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুর ২টার পর প্রেসক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা সচিবালয়ের দিকে রওনা হলে পুলিশ তাদের ঠেকাতে জলকামান ব্যবহার করে। এ সময় সাউন্ড গ্রেনেডও ছোড়া হয়। ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়ে, শিক্ষকরা ছত্রভঙ্গ হলেও কিছু সময় পর আবার প্রেসক্লাবের সামনে জড়ো হন।
ভুখা মিছিলে নেতৃত্ব দেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম, সদস্য সচিব মোহাম্মদ আল আমিন এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান।
আন্দোলনকারীরা জানিয়েছেন, জাতীয়করণের দাবিতে তারা টানা ১৭ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন। সোমবার শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে সাত সদস্যের প্রতিনিধি দলের বৈঠকে কোনো সমাধান না আসায় তারা ভুখা মিছিলের ঘোষণা দেন।
পাঁচ দফা দাবি:
১. অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণার দ্রুত বাস্তবায়ন।
২. এমপিওভুক্তির লক্ষ্যে যাচাই-বাছাই করা এক হাজার ৮৯টি প্রতিষ্ঠানের ফাইল দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন প্রকাশ।
৩. স্বীকৃত সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তির জন্য বিজ্ঞপ্তি প্রকাশ।
৪. প্রাথমিক বিদ্যালয়ের মতো প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি।
৫. স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদফতর স্থাপন।
বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কাজী মোখলেছুর রহমান জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবেন না। প্রেসক্লাবের সামনে তাদের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :