১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিল সরকার

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ৩, ২০২৫, ০৮:৫৪ পিএম
১ হাজার ৮৯ ইবতেদায়ি মাদ্রাসা এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নিল সরকার

ছবি: সংগৃহীত

ঢাকা: আন্দোলনের মুখে অনুদানভুক্ত ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় এ তথ্য জানান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের মাদরাসা অনুবিভাগের যুগ্ম সচিব এস এম মাসুদুল হক।

তিনি বলেন, ‘আমরা আবেদন করা ১ হাজার ৮৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির অনুমোদনের জন্য ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠিয়েছিলাম। শর্ত সাপেক্ষে মাদরাসাগুলো এমপিওভুক্তির অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয়।’

তিনি আরও জানান, চলতি বছর জারি করা এমপিও নীতিমালার শর্ত পূরণ করা মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়েছে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগকে। যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে মাদরাসাগুলোকে এমপিওভুক্ত করা হবে।

দেড় হাজারের বেশি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির আবেদন গত ৮ থেকে ১৫ জুলাই পর্যন্ত গ্রহণ করেছিল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, দেশে অনুদানভুক্ত ১ হাজার ৫১৯টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে। এসব প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রতি মাসে পাঁচ হাজার টাকা এবং সহকারী শিক্ষকরা তিন হাজার টাকা করে অনুদান পান।

এর বাইরে দেশে আরও ৫ হাজার ৯৩২টি স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা রয়েছে, যেগুলো সরকারি কোনো অনুদান পায় না। শিক্ষকদের আন্দোলনের মুখে এ বছরের শুরুতে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলোকে প্রথমে এমপিওভুক্ত করে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দিয়েছিল কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ।

রাজনৈতিক পটপরিবর্তনের পর জাতীয়করণের দাবিতে শিক্ষকরা জোরালো আন্দোলন গড়ে তোলেন। তাঁদের এক পদযাত্রায় পুলিশ লাঠিপেটা ও জলকামান ব্যবহার করে। বয়োজ্যেষ্ঠ শিক্ষকদের পিটুনির ঘটনায় দেশজুড়ে আলোড়ন সৃষ্টি হয়। এরপর গত ২৮ জানুয়ারি ইবতেদায়ি মাদরাসাগুলোকে পর্যায়ক্রমে জাতীয়করণের ঘোষণা দেন এস এম মাসুদুল হক।

গত ২৫ জুন শিক্ষা মন্ত্রণালয় ইবতেদায়ি মাদরাসা এমপিওভুক্তির নীতিমালা জারি করে। নীতিমালা অনুসারে, মাদরাসাগুলোর মোট ছয়টি পদ এমপিওভুক্ত হবে। প্রধান শিক্ষক বেতন পাবেন দশম গ্রেডে, সাধারণ, বিজ্ঞান ও আরবি সহকারী শিক্ষকরা ১৩তম গ্রেডে, ক্বারী বা নুরানি সহকারী শিক্ষকরা ১৬তম গ্রেডে এবং অফিস সহায়ক পদে নিয়োগপ্রাপ্তরা ২০তম গ্রেডে বেতন পাবেন।

নীতিমালায় বলা হয়েছে, এনটিআরসিএর সুপারিশের ভিত্তিতে শিক্ষক পদে নিয়োগ হবে এবং ম্যানেজিং কমিটি প্রধান শিক্ষক ও অফিস সহায়ক নিয়োগ দেবে। পাশাপাশি মাদরাসাগুলোর একাডেমিক স্বীকৃতি, জমি, অবকাঠামো, শিক্ষক-শিক্ষার্থী সংখ্যা ও বার্ষিক ফলাফলের ভিত্তিতে গ্রেডিং নির্ধারণ করা হবে।

মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালককে আহ্বায়ক করে সাত সদস্যের একটি এমপিও কমিটি গঠন করা হয়েছে। অধিদপ্তর যাচাই–বাছাই করে মাদরাসাগুলোকে এমপিও কোড দেবে। শিক্ষক–কর্মচারীরা এমপিওভুক্তির তারিখ থেকে এমপিও পাবেন।

এদিকে সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণসহ পাঁচ দফা দাবিতে সোমবার বিক্ষোভ-মিছিল করার ঘোষণা দিয়েছিলেন আন্দোলনরত শিক্ষকরা। তবে প্রধান উপদেষ্টা ১ হাজার ৮৯টি মাদরাসা এমপিওভুক্তির অনুমোদন দেওয়ায় তাঁরা কর্মসূচি স্থগিত করেছেন।

স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক ঐক্য জোট আন্দোলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক শামসুল আলম সন্ধ্যায় বলেন, ‘কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের কর্মকর্তারা আমাদের জানিয়েছেন, অনুমোদন দিয়েছেন প্রধান উপদেষ্টা মহোদয়। তাই আমরা আজ বিক্ষোভ-মিছিল করিনি। তবে লাগাতার অবস্থান চালিয়ে যাব, আপাতত কোনো নতুন কর্মসূচি ঘোষণা করছি না।’

এসএইচ

Link copied!