ঢাবিতে পরপর ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে উত্তেজনা

  • সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ১২, ২০২৫, ১০:৪৮ পিএম
ঢাবিতে পরপর ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাসে উত্তেজনা

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় পরপর দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার (১২ নভেম্বর) রাত ৯টা ২০ মিনিটের দিকে রাজু ভাস্কর্যের পাশে মেট্রো স্টেশনের নিচে এই বিস্ফোরণ হয়।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, অজ্ঞাত দুর্বৃত্তরা হঠাৎ ককটেল ছুড়ে মারে। এর একটি ককটেল গিয়ে লাগে একটি মোটরসাইকেলে, যা কাছেই পার্ক করা ছিল। এতে বাইকটির তেলের ট্যাংক ফুটো হয়ে ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত মোটরসাইকেলের মালিক সাংবাদিক নাজমুস সাকিব জানান, “আমি টিএসসির পাশে বসে চা খাচ্ছিলাম। হঠাৎ শব্দ শুনে দেখি আমার বাইকে আগুনের ফুলকি। কাছে গিয়ে দেখি তেলের ট্যাংকি ছিদ্র হয়ে গেছে।”

ঢাবির প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমেদ বলেন, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সোহরাওয়ার্দী উদ্যানের ভেতর থেকে কেউ ককটেলগুলো নিক্ষেপ করেছে। আমাদের প্রক্টোরিয়াল টিম ও পুলিশ ঘটনাস্থলে অভিযান চালাচ্ছে। সিসিটিভি ফুটেজ পর্যালোচনা চলছে।”

বিস্ফোরণের পর মুহূর্তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। ঘটনাস্থলের আশপাশে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করেন এবং স্লোগান দিতে থাকেন।

এম

Link copied!