প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ে ভর্তিকৃত শিক্ষার্থীদের আগামী ২৩ নভেম্বর থেকে ক্লাস শুরুর নির্দেশনা দিয়েছে অন্তবর্তী প্রশাসন।
রোববার (১৬ নভেম্বর) মন্ত্রণালয় জারি করা চিঠির আলোকে ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অর্ন্তবর্তী প্রশাসক ও ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস এ বিষয়ে আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, অনার্সে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম ১৭ নভেম্বর থেকে ২০ নভেম্বর তারিখের মধ্যে নিশ্চায়ন প্রক্রিয়া সম্পন্ন করে আগামী ২৩ নভেম্বর থেকে নিয়মিত ক্লাস শুরু করতে হবে।
বিজ্ঞপ্তিতে সরকারি সাত কলেজের সংশ্লিষ্ট সকলকে শিক্ষাকার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি নিতে অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত ক্যাম্পাস গুলো হলো ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজ।
এম
আপনার মতামত লিখুন :