বদলিপ্রত্যাশী শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৬:১৪ পিএম
বদলিপ্রত্যাশী শিক্ষকদের সুখবর দিল শিক্ষা মন্ত্রণালয়

ফাইল ছবি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত ইনডেক্সধারী শিক্ষকরা আলাদা গণবিজ্ঞপ্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও এনটিআরসিএর সঙ্গে আলোচনার আশ্বাস পেয়েছেন।

বুধবার (২৬ নভেম্বর) আন্দোলনরত শিক্ষকদের চার সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. মিজানুর রহমান। তিনি প্রার্থীদের লিখিত আবেদনও গ্রহণ করেন।

এ সময় এনটিআরসিএর ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুহাম্মদ নূরে আলম সিদ্দিকী উপস্থিত ছিলেন। তিনি আন্দোলনরত ১৮তম নিবন্ধনধারীদের নিয়ে বিশেষ গণবিজ্ঞপ্তিতে ইনডেক্সধারী শিক্ষকদের সুযোগ দেওয়ার প্রস্তাব দেন।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব বলেন, শিক্ষকদের বদলির বিষয়ে মন্ত্রণালয় কাজ করছে। যাদের বদলি বেশি জরুরি, বিশেষ করে নারী প্রার্থীদের জন্য বিকল্প সমাধানও বিবেচনা করা হচ্ছে। আলাদা গণবিজ্ঞপ্তি বা বিশেষ গণবিজ্ঞপ্তিতে এনটিআরসিএর সুপারিশপ্রাপ্তদের আবেদন করার সুযোগ নিয়ে আলোচনা হবে।

ইনডেক্সধারী শিক্ষকরা পূর্বে প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারলেও চতুর্থ গণবিজ্ঞপ্তিতে এই সুযোগ বন্ধ হয়ে যায়। শিক্ষকদের আন্দোলনের প্রেক্ষিতে মন্ত্রণালয় বদলির জন্য নীতিমালা প্রণয়ন করলেও সফটওয়্যার সমস্যাসহ একাধিক কারণে এখনো কার্যক্রম শুরু হয়নি। শিক্ষকেরা নিজ বাড়ির কাছাকাছি প্রতিষ্ঠানে বদলির সুযোগ নিশ্চিত করতে আলাদা গণবিজ্ঞপ্তির দাবিতে আন্দোলন চালাচ্ছেন।

এসএইচ 

 

Link copied!