ফাইল ছবি
বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন জনবল কাঠামো ও এমপিও নীতিমালা–২০২৫ প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
রোববার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি হওয়া প্রজ্ঞাপনের মাধ্যমে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে।
নতুন নীতিমালায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের জ্যেষ্ঠ প্রভাষক পদ বাতিল করা হয়েছে। পাশাপাশি অধ্যক্ষ ও প্রধান শিক্ষক নিয়োগের যোগ্যতায় বড় ধরনের সংশোধন আনা হয়েছে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে দুই বছরের অভিজ্ঞতা এবং ১৩ বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকলে কিংবা সহকারী প্রধান শিক্ষক হিসেবে দীর্ঘ অভিজ্ঞতা থাকলে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের অধ্যক্ষ হিসেবে নিয়োগ পাওয়ার সুযোগ থাকবে।
অনুমতি ছাড়া ৬০ দিন বা তার বেশি সময় অনুপস্থিত থাকলে সংশ্লিষ্ট শিক্ষক এমপিও সুবিধা থেকে বাদ পড়বেন। এমন ক্ষেত্রে নির্ধারিত সময় পূর্ণ হওয়ার পর পদটি শূন্য ঘোষণা করে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে।
নতুন জনবল কাঠামোয় একাদশ শ্রেণিতে বিভাগ খোলার ক্ষেত্রেও নতুন শর্ত যোগ হয়েছে। মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ন্যূনতম ৩৫ জন এবং বিজ্ঞান বিভাগে ২৫ জন শিক্ষার্থী থাকলে নতুন শাখা খোলা যাবে। মফস্বলে মানবিক ও ব্যবসায় শিক্ষায় ৩০ জন এবং বিজ্ঞানে ২০ জন শিক্ষার্থীর শর্ত রাখা হয়েছে।
নীতিমালা অনুযায়ী এসব পরিবর্তন কার্যকর হলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা, শিক্ষক নিয়োগ এবং শিক্ষার মানে নতুন কাঠামো তৈরি হবে বলে মনে করা হচ্ছে।
এসএইচ
আপনার মতামত লিখুন :