রাজধানীর সাতটি সরকারি কলেজকে একীভূত করে নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে যাচ্ছে আজ। এ লক্ষ্যে প্রণীত খসড়া অধ্যাদেশের বিভিন্ন দিক পর্যালোচনা করতে বুধবার (২৪ ডিসেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র প্রশাসনিক কাঠামো, একাডেমিক ব্যবস্থাপনা, পরিচালনা পদ্ধতি এবং শিক্ষার্থীদের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় আজকের বৈঠকে আলোচনার মূল বিষয় থাকবে। বিশ্ববিদ্যালয়টি গঠনের ক্ষেত্রে যেন শিক্ষার মান ও শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা নিশ্চিত হয়, সে বিষয়টিকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
খসড়া অধ্যাদেশ তৈরির সঙ্গে সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানান, নতুন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এগিয়ে নেওয়া হচ্ছে। এ জন্য শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন অংশীজনের কাছ থেকে পাওয়া মতামত যাচাই-বাছাই করে অধ্যাদেশে অন্তর্ভুক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য একটি ইতিবাচক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। তবে তাড়াহুড়া না করে ধাপে ধাপে প্রক্রিয়াটি সম্পন্ন করা হচ্ছে।
উল্লেখ্য, রাজধানীর সাতটি সরকারি কলেজ—ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ নিয়ে স্বতন্ত্র পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব কলেজের স্নাতক ও স্নাতকোত্তর কার্যক্রম আগে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে পরিচালিত হলেও পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত করা হয়। সর্বশেষ গত ১২ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তিও প্রত্যাহার করা হয়, যার পর নতুন বিশ্ববিদ্যালয় গঠনের প্রক্রিয়া আরও জোরদার হয়।
এম
আপনার মতামত লিখুন :