ফাইল ছবি
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাবৃত্তির কোটা বাড়ানো হয়েছে। বর্ধিত এই কোটা ২০২৬ শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে।
বুধবার (২৪ ডিসেম্বর) সৌদি আরবের দূতাবাস থেকে পাঠানো এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখায় পাঠানো হয়।
চিঠিতে বলা হয়েছে, সৌদি আরবের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের জন্য বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য বৃত্তির কোটা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশের সরকারের আগ্রহের প্রেক্ষিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি দূতাবাস।
দূতাবাস জানায়, শিক্ষাবৃত্তি পেতে আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি সরকারের ‘Study in Saudi’ প্ল্যাটফর্মে আবেদন করতে হবে। এজন্য শিক্ষার্থীদের studyinsaudi.moe.gov.sa ওয়েবসাইটে প্রবেশ করে উপযুক্ত ভাষা নির্বাচন করতে হবে এবং সেখানে প্রদর্শিত সব ধাপ ও নির্দেশনা অনুসরণ করে অনলাইনে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আবেদনকালে প্রয়োজনীয় সব কাগজপত্র জমা দিতে হবে।
চিঠিতে বাংলাদেশি শিক্ষার্থীদের সৌদি সরকারের দেওয়া শিক্ষাবৃত্তির সুযোগ গ্রহণ করতে বৃত্তি সংক্রান্ত তথ্য সংশ্লিষ্টদের জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি অনুরোধ জানানো হয়েছে।
উল্লেখ্য, সৌদি আরবের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চশিক্ষার জন্য প্রতিবছর বিভিন্ন দেশের শিক্ষার্থীদের স্কলারশিপ দিয়ে থাকে দেশটির সরকার। বাংলাদেশি শিক্ষার্থীরাও দীর্ঘদিন ধরে এসব শিক্ষাবৃত্তির সুবিধা পেয়ে আসছেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :