জকসু নির্বাচনে চার প্যানেলের সম্মিলিত চার দাবি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩০, ২০২৫, ০৩:৫৫ পিএম
জকসু নির্বাচনে চার প্যানেলের সম্মিলিত চার দাবি

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচন ঘিরে চারটি প্যানেল সম্মিলিতভাবে চার দফা দাবি জানিয়েছে। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি তুলে ধরা হয়।

দাবিগুলোর মধ্যে প্রথমেই বলা হয়, আগামী ৬ জানুয়ারি জকসু নির্বাচন অবশ্যই অনুষ্ঠিত হতে হবে। কোনো অজুহাতে এই নির্বাচন স্থগিত করা যাবে না বলে উল্লেখ করেন বক্তারা।

দ্বিতীয় দাবিতে চার প্যানেল জানায়, নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন ও জকসু নির্বাচন কমিশনের কোনো সদস্য পদত্যাগ করতে পারবেন না। এতে নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে বলে তারা মনে করেন।

তৃতীয় দাবিতে বলা হয়, যাঁরা সিন্ডিকেট বৈঠকে জকসু নির্বাচন স্থগিতের সিদ্ধান্ত নিয়েছিলেন, নির্বাচন সম্পন্ন হওয়ার পর তাঁদের সবাইকে দায়িত্ব থেকে পদত্যাগ করতে হবে।

চতুর্থ দাবিতে চার প্যানেল অভিযোগ করে জানায়, জকসু নির্বাচন স্থগিতের পেছনে কোনো রাজনৈতিক বা দলীয় চাপ ছিল কি না, সে বিষয়ে প্রশাসনকে সংবাদ সম্মেলন করে স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

চার প্যানেলের নেতারা বলেন, জকসু নির্বাচন শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার। নির্বাচন নিয়ে বারবার অনিশ্চয়তা তৈরি হলে শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ বাড়বে। দ্রুত দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তাঁরা জানান।

এসএইচ 

Link copied!