ছবি : প্রতিনিধি
ঢাকা: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রদল সমর্থিক প্যানেল থেকে জিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করা খাদিজাতুল কোবরা বলেছেন, জকসু নির্বাচনে মিথ্যা ন্যারেটিভ দাঁড় করিয়ে এবং ধর্মকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে হারানো হয়েছে।
বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাত ৯:৩০ মিনিটে নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে লাইভে তিনি এসব কথা বলেন।
খাজিদাতুল কোবরা বলেন, আমাকে এবং আমার দলকে হারাতে নির্বাচনের আগে পরিকল্পিতভাবে নারায়ে তাকবির স্লোগান ও মাইক কাড়াকাড়ির ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করে ধর্মবিদ্বেষী ট্যাগ দেওয়া হয়েছে।
ভিডিও বার্তায় তিনি জানান,৩০ ডিসেম্বরে জকসু নির্বাচন স্থগিতের ঘটনায় ভাইরাল হওয়া মাইক কেড়ে নেওয়ার প্রসঙ্গে খাদিজাতুল কুবরা বলেন, "ভিডিওটি এডিট করে অপপ্রচার করা হয়েছে এবং খণ্ডিত অংশ ছড়িয়ে আমাকে হেয় করা হয়েছে।
এসময় তিনি বলেন, ঐদিন জকসু নির্বাচনের দাবিতে সম্মিলিত আন্দোলন চলছিল, সেখানে কোনো দলীয় স্লোগান বা নারায়ে তাকবির দেওয়ার পরিস্থিতি ছিল না। আমি কেবল (ছাত্রশিবির সমর্থিত প্যানেলের প্রার্থী) শান্তা আক্তারকে বলেছিলাম, এটা ওই স্লোগান দেওয়ার জায়গা না। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে, আমার হাত উঁচুতে ছিল এবং হাতে মোজা ছিল, কিন্তু মাইকটি অন্য কেউ একজন ধরেছে। অথচ অপপ্রচার চালিয়ে আমাকে নাস্তিক ও ধর্মবিদ্বেষী হিসেবে উপস্থাপন করা হয়েছে।
অনলাইনে অপপ্রচারের বিষয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, ছাত্রদলকে এখন শিখতে হবে কীভাবে মাঠে কাজ না করেও অনলাইনে ফেইক আইডি দিয়ে ন্যারেটিভ তৈরি করা যায়। ৩০ ডিসেম্বরের আগে আমাকে আটকানোর কোনো ইস্যু না পেয়ে ধর্মকে ব্যবহার করে ভিক্টিম কার্ড খেলা হয়েছে।
নির্বাচনে ছাত্রদলের হয়ে অংশগ্রহণের কারণ ব্যাখ্যা করতে গিয়ে খাদিজা ইসলামী ছাত্রশিবিরের বিরুদ্ধে লিঙ্গবৈষম্যের অভিযোগ করে বলেন, শিবিরের পক্ষ থেকেও আমার সাথে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তারা আমাকে জানায়, মেয়েরা বা আমি সুপার তিন (ভিপি, জিএস, এজিএস) পদের যোগ্য নই। আমাকে সম্পাদকীয় পদে নির্বাচন করার প্রস্তাব দেওয়া হয়েছিল।
পরাজিত হলেও ছাত্রদল ছেড়ে যাবেন না বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, ছাত্রদল ধর্ম ব্যবসা করে না। আমি পদের লোভে আসিনি, কাজ করতে এসেছি। যত অপপ্রচারই হোক, আমি ছাত্রদলের সঙ্গেই থাকব।
উল্লেখ্য,গত ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ভোট গ্রহণের ঠিক আগ মুহূর্তে বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়। যার পরিপ্রেক্ষিতে ভিসি ভবনের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে শিবির সমর্থিত প্যানেলের কার্যনির্বাহী সদস্য পদপ্রার্থী শান্তা আক্তারের আল্লাহু অকবর স্লোগান দেওয়ার সময় মাইক কেড়ে নেওয়ার অভিযোগ উঠে ছাত্রদল সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী খাদিজাতুল কুবরা ও অন্যান্যদের বিরুদ্ধে। যাকে কেন্দ্র করে তিনি সেই বিষয়ে বক্তব্য দিয়ে এসব কথা বলেন।
ওএইচ/পিএস
আপনার মতামত লিখুন :