ফাইল ছবি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ সূচি জানানো হয়েছে।
নতুন রুটিন অনুযায়ী পরীক্ষা শুরু হবে আগামী ২১ এপ্রিল। এবারের পরীক্ষার প্রথম বিষয় হবে বাংলা। এর পরে যথাক্রমে ইংরেজি ও তথ্য প্রযুক্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।
বোর্ড ১৪টি নির্দেশনা সংবলিত বিস্তারিত রুটিন জারি করেছে। এর মধ্যে বলা হয়েছে, পরীক্ষার শুরু হওয়ার কমপক্ষে ৩০ মিনিট আগে শিক্ষার্থীদের হলে প্রবেশ করতে হবে। পত্র বিতরণ করা হবে পরীক্ষা শুরুর এক সপ্তাহ আগে। এসএসসি পরীক্ষার সময়সূচি আগে থেকেই জানা থাকায় শিক্ষার্থীরা পরীক্ষার প্রস্তুতি আরও সুচারুভাবে করতে পারবে।
এসএইচ
আপনার মতামত লিখুন :