ঢাকা : প্রতিবারই ঢাকায় কোরবানির ঈদ করে থাকেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমনি। তবে এবার ব্যতিক্রম। আলোচিত এই অভিনেত্রী এবার ঈদ কাটিয়েছেন নানাবাড়ি পিরোজপুরে।
কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সরব তিনি। মাঝে-মধ্যেই নিজের ছবি, ভিডিও কিংবা অনুভূতি শেয়ার করেন ভক্তদের সঙ্গে। তারই ধারাবাহিকতায় এবার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে শৈশবের স্মৃতিবিজড়িত একটি পুকুরে সাঁতার কেটেছেন তিনি।
ভিডিওর ক্যাপশনে পরীমণি লিখেছেন, এখানেই আমার সমস্ত শৈশব! এখানে আসলেই আমি ছোটবেলায় ফিরে যাই। এই একটা ছোট্ট পুকুরে আমরা এতজন মিলে পুকুরের পানি সব ঘোলা করে ফেলেছি হিহি। কয়েকদিন পর এইখানে এই পুকুরটা থাকবে না। এখানে একটা কাচের বাড়ি বানাবো ইনশাআল্লাহ।
ভিডিওটি প্রকাশের পর থেকেই পরীমণির অনুরাগীরা বিভিন্ন ধরনের মন্তব্য করছেন। অনেকেই তার শৈশবের স্মৃতি রোমন্থন এবং প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার দৃশ্য দেখে মুগ্ধ হয়েছেন। একজন মন্তব্য করেছেন, পরীমনিকে অনেক সুন্দর লাগছে, ভিডিওটি অনেক সুন্দর হয়েছে।
পিএস
আপনার মতামত লিখুন :