সেই গরু বিক্রেতাকে ওমরাহ হজ করাবেন অপু বিশ্বাস

  • নিজস্ব প্রতিবেদক:  | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১২, ২০২৫, ১০:৫৩ এএম
সেই গরু বিক্রেতাকে ওমরাহ হজ করাবেন অপু বিশ্বাস

ঢাকা : রাজধানীর উত্তরার দিয়াবাড়ি পশুর হাটে গরু বিক্রি করে জাল টাকা পেয়ে কান্নায় ভেঙে পড়া নাটোরের সিংড়া উপজেলার বাসিন্দা রইস উদ্দিনকে ওমরাহ হজ করাবেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এক ভিডিও সাক্ষাৎকারে অপু বিশ্বাস এই ঘোষণা দেন।

জানা যায়, ৫ জুন বৃহস্পতিবার রাজধানীর উত্তরার দিয়াবাড়ি হাটে নিজের পোষা গরুটি ১ লাখ ২৩ হাজার টাকা দামে বিক্রি করেন রইস উদ্দিন। রইস উদ্দিনকে জাল টাকার বান্ডেল ধরিয়ে দিয়ে চলে যান ক্রেতা। অবস্থা বুঝতে পেরে পশুর হাটেই কান্নায় ভেঙে পড়েন রইস। রইস উদ্দিনের সেই কান্নার ভিডিও ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। যা অপু বিশ্বাসের নজরে আসে। এরপর তিনি রইস উদ্দিনকে সাহায্য করার ঘোষণা দেন।

অপু বিশ্বাস ভিডিও সাক্ষাৎকারে বলেন, ‘‘সোশ্যাল মিডিয়ায় আপনারা সকলেই হয়তো দেখেছেন, উনি গরু বিক্রি করেছেন কিন্তু উনি জাল টাকা পেয়েছেন। আমার মনে হয় এই দৃশ্য দেখে সবাই ব্যথিত হয়েছেন। আসলে একজন মানুষ দূর-দূরান্ত থেকে পশু নিয়ে এসে-সেই পশু বিক্রি করে প্রাপ্ত টাকা পরিবারের কাছে নিয়ে যাবেন। কিন্তু উনি সেটা পারেননি। এটা দেখে আমার খুব খারাপ লেগেছে। কিন্তু আমি কোনোভাবে উনাকে রিচ করতে পারছিলাম না। একদিন সোশ্যাল মিডিয়ায় নাসির ভাই (মুহাম্মদ নাছির উদ্দিন) ভাইকে খুঁজে পেলাম। উনার ফেসবুক ঘেটে দেখলাম উনি আসলে অনেক মানুষের জন্য কাজ করেন। আমি উনাকে ফেসবুকে নক দিলাম। এবং উনার মাধ্যমে রইস চাচাকে সহযোগিতা করতে চাইলাম।’’

অপু বিশ্বাস জানান, মোহাম্মদ নাছির উদ্দিনের কাছে তিনি ওই ব্যক্তিকে সহযোগিতা করার ইচ্ছা পোষণ করেন। এরপর জানতে পারেন ওই ব্যক্তিকে অন্য অনেকে সহযোগিতা করেছেন। যা প্রায় গরু বিক্রি করে পাওয়া টাকার সমান।

অপু বিশ্বাস বলেন, ‘‘আমি সবকিছু জেনে নাছির ভাইকে বলে দিয়েছি, উনি যদি হজ করতে চান বা কোনো কাজ করতে চান, তাহলে আমার লোক গিয়ে সেই কাজটি করে দেবেন।’’

অপু বিশ্বাস আরও বলেন, ‘‘রইছ চাচা বলেছেন আমিতো একজন মুসলমান -যদি হজের জায়গায় যেতে পারতাম তাহলে মরে গিয়েও শান্তি পেতাম। কিন্তু হজে যেতে তো অনেক টাকা লাগে।’’

তবে শেষ পর্যন্ত ওমরাহ করার সিদ্ধান্ত নিয়েছেন রইছ উদ্দিন। যেহেতু উনার পাসপোর্ট নাই, সেক্ষেত্রে আগে পাসপোর্ট করার ব্যবস্থা করে দিয়েছেন অপু বিশ্বাস।

অপু বিশ্বাস বলেন, ‘‘আগে কিছু টাকা বিকাশে পাঠানো হয়েছে পাসপোর্ট করার জন্য। পাসপোর্ট রেডি হওয়ার পর, ভিসা, হোটেল সবকিছুর ব্যবস্থা করে দেবো। ’’

পিএস

Link copied!