বাকশক্তি হারালো মম

  • বিনোদন প্রতিনিধি | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২০, ০২:২৬ পিএম
বাকশক্তি হারালো মম

ঢাকা: সম্প্রতি নির্মিত হয়েছে টেলিফিল্ম 'হারমোনিয়াম'। হারুন রুশোর চিত্রনাট্য ও পরিচালনা টেলিফিল্মটিতে অভিনয় করেছেন আব্দুন নূর সজল, জাকিয়া বারী মম, আবুল হায়াত, প্রিয়া ছেত্রী, আফরোজা হোসেন, দুখু সুমন, রাশেদ মামুন, বিপ্লব প্রসাদ প্রমুখ।

শনিবার (২৫ জানুয়ারি) মাছরাঙা টেলিভিশনে রাত ৮.৩০ মিনিটে টেলিফিল্মটি প্রচার হবে।

গল্পে দেখা যাবে, আবুল হায়াতের পুরনো ছাত্র অনিরুদ্ধ সজল এখন অস্ট্রেলিয়ার একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। দীর্ঘদিন পরে দেশে এসে প্রথমেই ছুটে এসেছে আবুল হায়াতের পদধূলি নিতে।

কারণ অনিরুদ্ধের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল। পুরনো ছাত্রকে পেয়ে তিনিও বেশ খুশি। কিন্তু আবুল হায়াতের বড়মেয়ে প্রতিমা (মম) অনিরুদ্ধের সাথে একটা কথাও বলে না।

এ নিয়ে অনিরুদ্ধের মনে খটকা লাগে। পরে জানা যায়, একজনকে ভালোবেসে খুব আঘাত পায় প্রতিমা। তারপর থেকেই বাকরুদ্ধ হয়ে যায় প্রতিমা, অনেক চিকিৎসা করেও তার মুখে কথা ফোটানো যায়নি আর।

অথচ একসময় কী চমৎকার গানের গলা ছিল তার। প্রতিমার জন্য খুব মায়া হয় অনিরুদ্ধের। শেষ পর্যন্ত অনিরুদ্ধ কি পারবে প্রতিমার মুখে কথা ফোটাতে?

সোনালীনিউজ/এমএস/এসআই

Link copied!