নভেম্বরে নতুন মিশনে জয়া

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ২৪, ২০১৬, ০২:২৬ পিএম
নভেম্বরে নতুন মিশনে জয়া

চলতি বছর নভেম্বরে জয়া আহসানের ‘মেসি ডানা’ শীর্ষক ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। বছরখানেক আগের এই ছবিটি নির্মাণের ঘোষণা দেয়া হয়েছিল। দীর্ঘদিন পর সেই ঘোষণার বাস্তবায়ন হতে যাচ্ছে। এ প্রসঙ্গে নির্মাতা সামুরাই মারুফ বলেন, ‘নভেম্বরের শেষ সপ্তাহ থেকে আমরা শুটিংয়ে যাচ্ছি। টানা দুই মাস শুটিং করব। আপাতত মূল কাস্টিংয়ে জয়া আহসান থাকছেন, এটা বলতে পারি। বাকি কাস্টিংগুলো দু-একদিনের মধ্যেই জানাতে পারব।’

এদিকে, ২০১২ সালে জয়া আহসানের কণ্ঠ দেয়া ‘জঙ্গলের ডাক’ গানের মাধ্যমে 'পারলে ঠেকা' আলোচনায় আসে। ওই সময় সায়েন্স ফিকশন ধাঁচের সিনেমাটি পরিচালনা করবেন বলে জানান মারুফ। এরপর ছবিটি অনেকদিন খবরের আড়ালে ছিল। চার বছরের অপেক্ষার কারণ হিসেবে মারুফ বলেন, ‘গানটি আমরা পরীক্ষামূলকভাবে নির্মাণ করেছিলাম। পরে ছবি করার সিদ্ধান্ত নিই। মূলত একটা ভালো মানের সায়েন্স ফিকশন নির্মাণের জন্য যে বাজেট দরকার, তা আমরা পাচ্ছিলাম না। পরে ইমপ্রেস টেলিফিল্ম আমাদের অর্থায়ন করতে রাজি হয়েছে। এখন তাদের প্রযোজনায় ছবিটি নির্মিত হবে।’

এই ছবিতে দেখা যাবে ৩০০০ সালের একজন বিজ্ঞানীকে, যিনি মৃত মানুষের অঙ্গ-প্রত্যঙ্গ নিয়ে গবেষণা করেন। সেই গবেষণার সূত্রে জয়াকে দেখা যাবে। তাকে নিয়ে গবেষণা করতে করতে টাইম মেশিন দিয়ে বর্তমান সময়ে চলে আসেন সেই বিজ্ঞানী। এসে দেখেন, জয়া দুধর্ষ এক নারী।

উল্লেখ্য, সামুরাই মারুফ বিজ্ঞাপন জগতে শিল্প নির্দেশক হিসেবে নাম কুড়িয়েছেন। বেশ কিছু ছবিতেও কাজ করছেন তিনি।

সোনালীনিউজ/ঢাকা/এমটিআই
 

Link copied!