শুটিংসেটে আহত হলেন তটিনী

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১২, ২০২৫, ১২:৫৩ পিএম
শুটিংসেটে আহত হলেন তটিনী

ঢাকা: বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী শুটিংসেটে দুর্ঘটনার শিকার হয়েছেন। রোববার (১১ মে) চট্টগ্রামে ঈদের একটি নাটকের শুটিংয়ে আহত হন তিনি। 

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন অভিনেত্রীর সহশিল্পী তৌসিফ মাহবুব। তিনি জানান, ঈদের একটি নাটকের শুটিং চলাকালীন সময়ে মাথায় আঘাত পান তটিনী। এরপর তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। 

তৌসিফ মাহবুব বলেন, চট্টগ্রামে আমরা ঈদের একটি নাটকের শুটিং করছিলাম। সেখানে আজ সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপরে পড়ে। এতে মাথায় আঘাত পান তিনি। 

অভিনেতা জানান, এরপরই অভিনেত্রীকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। আপাতত তটিনী শঙ্কামুক্ত রয়েছেন। 

জানা গেছে, চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে 'মন মঞ্জিলে' নামের একটি নাটকের শুটিং করছিলেন তটিনী-তৌসিফ। শুটিং চলাকালীন সময়ে অসাবধানতাবশত একটি লাইট স্ট্যান্ড অভিনেত্রীর ওপরে পড়ে যায়। এতে মাথায় গুরতর আঘাত পান তটিনী। এরপর তাকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়। 

ইউআর

Link copied!