ফাইল ছবি
বলিউড অভিনেত্রী রিয়া চক্রবর্তী সম্প্রতি নিজের পডকাস্টে মাতৃত্ব, ব্যক্তিগত জীবন ও সামাজিক প্রত্যাশা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন, তিনি মা হতে প্রস্তুত, কিন্তু বিয়ে নিয়ে কোনো চাপ অনুভব করছেন না। নিজের পেশা ও ব্যক্তিগত স্বাধীনতা বজায় রাখার পাশাপাশি মাতৃত্বের পরিকল্পনা করছেন তিনি।
৩৩ বছর বয়সে এসে রিয়া এগ ফ্রিজিং বা ডিম্বাণু সংরক্ষণের বিষয়টি ভাবছেন। পডকাস্টে তিনি বলেন, ‘আমার বয়স ৩৩ বছর। আমি সম্প্রতি একজন স্ত্রীরোগ বিশেষজ্ঞের সঙ্গে দেখা করেছি এগ ফ্রিজিংয়ের জন্য। আমি এখন ভাবছি, এটা করব।’
রিয়া মাতৃত্বের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মন ও শরীরের দ্বন্দ্বের কথাও তুলে ধরেছেন। তিনি বলেন, ‘আমাদের শরীরের ঘড়ি কখনো কখনো বলে ‘তুমি বাচ্চা নাও’। কিন্তু মন আবার বলে, ‘তুমি তো নিজেই এখনো বাচ্চা। তোমার নিজস্ব ব্র্যান্ড আছে, ব্যবসা আছে। এখন তোমাকে বাচ্চাও সামলাতে হবে।’
বিয়ে নিয়ে সামাজিক চাপ প্রসঙ্গে রিয়া বলেন, ‘আমি বিয়ের জন্য কোনো নির্দিষ্ট বয়সের বিশ্বাসী নই। বিয়ে করার জন্য অনেক সময় আছে।’
রিয়া চক্রবর্তী ২০০৯ সালে জনপ্রিয় এমটিভি ভিজে হিসেবে বিনোদন জগতে প্রথম পা রাখেন। ব্যক্তিগত জীবনে প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুতের সঙ্গে সম্পর্কের কারণে তিনি দীর্ঘদিন আলোচনার কেন্দ্রে ছিলেন। বর্তমানে জীবনের নতুন অধ্যায় ও পেশাগত পরিকল্পনার দিকে মনোযোগ দিচ্ছেন তিনি।
সামাজিক প্রত্যাশা ও মানসিক চাপের মাঝেও রিয়া স্পষ্ট করে দিয়েছেন, নিজের পছন্দ ও মাতৃত্বের পরিকল্পনা তার ব্যক্তিগত সিদ্ধান্ত, যা সে স্বাধীনভাবে নেবেন।
এসএইচ
আপনার মতামত লিখুন :