বলিউডের শালমালি গাইলেন বাংলাদেশের গান

  • বিনোদন ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুন ১৮, ২০১৭, ০২:৩৯ এএম
বলিউডের শালমালি গাইলেন বাংলাদেশের গান

বলিউডের শালমালি গাইলেন বাংলাদেশের গান 

ঢাকা : প্রথমবারের মতো বাংলাদেশের কোনো গানে কণ্ঠ দিলেন বলিউড মাতানো ভারতের জনপ্রিয় শিল্পী শালমালি খোলগাড়ে। তার গাওয়া ‘একা একা বহুকাল’ গানটির সুর ও সঙ্গীতায়োজন করেছেন আহম্মেদ হুমায়ূন এবং লিখেছেন রাকিব হাসান রাহুল।

গেল ১২ জুন মুম্বাইয়ের এক স্টুডিওতে গানটির রেকর্ডিং হয়। ঈগল মিউজিকের ব্যানারে এবারের ঈদে আসছে গানটি।

এ প্রসঙ্গে এক ভিডিও বার্তায় শালমালি বলেন, ‘আমি আসলে যে ধরনের গান গাইতে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দবোধ করি, এই গানটি একেবারেই সেরকম। যদিও আমি খুব ভালো বাংলা বুঝি না। তবুও যতটুকু বুঝতে পেরেছি গানের কথাগুলো অসাধারণ। আশা করি আমার বাংলাদেশের সব ভক্ত গানটিকে খুব ভালোবাসবেন।’

আহম্মেদ হুমায়ূন বলেন, ‘গানটি একটু ভিন্ন আমেজের। চেষ্টা করেছি শ্রোতাদেরকে নতুন কিছু দেয়ার। আশা করি গানটি সবার খুব ভালো লাগবে।’

আর গানটি যার মাথা থেকে বের হয়েছে, সেই রাকিব হাসান রাহুল বললেন, ‘এটি অবশ্যই আমার জন্য বড় প্রাপ্তি। খুব ভালো লাগছে কাজটি করে। আশা করি সবাই গানটিকে পছন্দ করবে।’

এদিকে ২০১২ সালে মুক্তি পাওয়া হিন্দি ছবি ‘ইশাকজাদে’র ‘পারেশান’ গানটি দিয়ে আলোচনায় আসেন শালমালি। তার ঝুলিতে আরও আছে ‘লাত লাগ গায়ি’, ‘বেবি কো বেজ পাসান্দে’, ‘বালাম পিচকারি’সহ আরও অনেক জনপ্রিয় গান।

সোনালীনিউজ/ এসও

Link copied!