শাকিবের ‘চালবাজ’ এবার লন্ডনে

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৫:৫৫ পিএম
শাকিবের ‘চালবাজ’ এবার লন্ডনে

ঢাকা: সুপারস্টার শাকিব খানের  ‘চালবাজ’ সিনেমার শুটিং হতে যাচ্ছে এবার লন্ডনে।এক বছর আগে ছবির শুটিং করার কথা থাকলেও অনিয়মের অভিযোগ এনে শুটিং আটকে দিয়েছিল পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারস।

সংগঠনটি তখন ছবির ভারতের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের বিরুদ্ধে অভিযোগ আনে। যৌথ প্রযোজনার ছবিটি বাংলাদেশ থেকে প্রযোজনা করছে বাংলাদেশের অ্যাকশন-কাট এন্টারটেইনমেন্ট।

জানা গেছে, পশ্চিমবঙ্গ ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারসের সাথে ঝামেলা এখনো মেটেনি। তবুও ছবির কাজ করার জন্য এবার মুম্বাইয়ের কারিগরি টিমের সহযোগিতা নেওয়া হচ্ছে। লন্ডনে ছবির শুটিং শুরু হচ্ছে আগামী ৪ সেপ্টেম্বর। ছবিটি পরিচালনা করছেন কলকাতার জয়দীপ মুখার্জি ও ঢাকার  অনন্য মামুন।

অনন্য মামুন জানান, ৩ সেপ্টেম্বর ছবির নায়ক শাকিব খান আর তিনি লন্ডন যাচ্ছেন। সেখানে প্লে মাউন্টে ছবির শুটিং শুরু হবে ৪ সেপ্টেম্বর। ৬ সেপ্টেম্বর থেকে অংশ নেবেন শাকিব খান।

অনন্য মামুন বলেন, ‘আমরা যৌথ প্রযোজনার নিয়ম মেনেই বাংলাদেশ আর ভারতের মুম্বাইয়ের টেকনিশিয়ানদের নিয়ে কাজ করব। যুক্তরাজ্যের স্থানীয় কিছু টেকনিশিয়ানও কাজ করবেন।’

ছবির শুটিং সম্পর্কে শাকিব খান বলেন, ‘শেষ পর্যন্ত ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে । শুটিংয়ের মাঝে ১৩ সেপ্টেম্বর ওমানে যাব। ওখানে মাস্কটে ১৪ সেপ্টেম্বর একটি শোতে অংশ নেব। লন্ডনে ফিরে পরদিন থেকে আবার শুটিংয়ে অংশ নেব। সেখানে থাকব ২৭ সেপ্টেম্বর পর্যন্ত।’

ছবিটি সম্পর্কে শাকিব বলেন, ‘নিখাঁদ একটি প্রেম কাহিনী। ছবিতে একজন লাভার বয়, অন্যদিকে শুভশ্রী ঘর পালানো মেয়ে। ঘটনাচক্রে আমাদের পরিচয়। মজার একটি উপভোগ্য গল্প।’

এদিকে ফেডারেশন অব সিনে টেকনেশিয়ান অ্যান্ড ওয়ার্কারসের প্রেসিডেন্ট স্বরূপ বিশ্বাস ভারতীয় সংবাদ মাধ্যমকে জানান, ‌গত এক বছর ধরে এসকে মুভিজ শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক ঠিক মতো দিচ্ছে না। এমনকি টেকনিশিয়ানদের প্রতি নানা অবিচার করছে। ১৯ জনকে তাদের প্রাপ্য এখনো দেয়নি, এমন অভিযোগ এসেছে ফেডারেশনের কাছে। এমনটা যাতে ভবিষ্যতে আর না ঘটে, এ কারণেই সংগঠনটি ‘চালবাজ’ ছবির শুটিংয়ে নিষেধজ্ঞা

‘চালবাজ’ছবিতে শাকিব খানের বিপরিতে অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় নায়িকা শুভশ্রী। আরও অভিনয় করবেন ঢাকার আমান রেজা, হাসান ইমাম এবং কলকাতার খরাজ মুখার্জি, বিশ্বজিৎ নাথসহ অনেকে।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!