ফের একসঙ্গে নুসরাত-অঙ্কুশ

  • বিনোদন প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ১৫, ২০১৯, ১০:৪৯ এএম
 ফের একসঙ্গে নুসরাত-অঙ্কুশ

নায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ

ঢাকা: ফের একসঙ্গে অভিনয় করতে যাচ্চেন আলোচিত নায়িকা নুসরাত ফারিয়া ও কলকাতার নায়ক অঙ্কুশ। এর আগে বাংলাদেশ-কলকাতার যৌথ প্রযোজনার ছবিতে অভিনয় করেছেন অঙ্কুশ। একটি ‘রোমিও ভার্সেস জুলিয়েট’, অন্যটি ‘আশিকী’। দুটিতে অঙ্কুশের বিপরীতে অভিনয় করেছিলেন যথাক্রমে মাহিয়া মাহি ও নুসরাত ফারিয়া। তবে এবার যৌথ প্রযোজনা নয়। 

বাংলাদেশের একক প্রযোজনার ছবিতে অভিনয় করবেন অঙ্কুশ। তার বিপরীতে থাকতে পারেন দেশের জনপ্রিয় নায়িকা নুসরাত ফারিয়া। নাম চূড়ান্ত না হওয়া ছবিটি প্রযোজনা করবে শাপলা মিডিয়া। সেলিম খান বলেন, ‘আমাদের পরবর্তী ছবিতে অঙ্কুশের অভিনয় করার বিষয়টি নিশ্চিত। অঙ্কুশ ছবি করতে রাজি হয়েছেন। এ বছরই ছবির কাজ শুরু করার পরিকল্পনা আছে। আর নায়িকা হিসেবে নুসরাত ফারিয়া ও পরিচালক হিসেবে বাবা যাদবকে নেওয়ার কথা ভাবছি।

সোনালীনিউজ/বিএইচ

Link copied!