বিদায় নেবে বৃষ্টি, আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কিয়ার’

  • নিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: অক্টোবর ২, ২০১৯, ০২:১১ পিএম
বিদায় নেবে বৃষ্টি, আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘কিয়ার’

আপাতত বঙ্গোপসাগর শান্ত থাকলেও খুব তাড়াতারি তা উত্তাল হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়ার পূর্বাভাস বলা হয়েছে, আগামী মাসে বঙ্গোপসাগরে ২টি নিম্নচাপের আশঙ্কা রয়েছে, যার একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি শক্তিশালী রূপ নিলে নামকরণ হতে পারে ‘কিয়ার’। এ ঘূর্ণিঝড়ের মাধ্যমেই শীতের আগমন ঘটবে।

তবে বেশ কয়েকদিন ধরেই দেশের আবহাওয়া বিরূপ আচরণ করছে। দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর কারণে শরৎকালেও অঝরে ঝরেছে বৃষ্টি। গতকাল মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীসহ সারাদেশে বৃষ্টি হয়েছে। তবে সিলেটে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে ১২০ মিলিমিটার।

এ নিয়ে আবহাওয়া অধিদপ্তর অক্টোবর মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দিয়ে জানিয়েছে, মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব বিদায় নেবে। ফলে চলে যাবে অসময়ের এই বর্ষা। তবে মাসজুড়ে দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। অক্টোবরে বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। আর দেশের প্রধান নদ-নদীতে স্বাভাবিক প্রবাহ বিরাজ করতে পারে।
 
গতকাল ১ অক্টোবর বিকেল ৩টায় ঝড় সতর্কীকরণ কেন্দ্রে দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়ার জন্য বিশেষজ্ঞ কমিটির বৈঠক হয়। সেখানে এসব সিদ্ধান্ত হয়।

সোনালীনিউজ/ঢাকা/এসএস

Link copied!