বৃষ্টির হাত থেকে স্মার্টফোন বাঁচাবেন যেভাবে

  • সোনালীনিউজ ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মে ১৪, ২০১৬, ০৪:০১ পিএম
বৃষ্টির হাত থেকে স্মার্টফোন বাঁচাবেন যেভাবে

গ্রীষ্মের এই মৌসুমে প্রতিদিনই দেশের বিভিন্ন জায়গায় কম বেশি বজ্রপাতসহ কালবৈশাখী ঝড় হচ্ছে। সঙ্গে ছাতা থাকলে রক্ষা। নতুবা বৃষ্টিতে নানা বিপত্তিতে পড়তে হয়। বিশেষ করে আপনার পছন্দের স্মার্টফোনটি যদি বৃষ্টিতে ভিজে যায় তাহলে সেটি নষ্ট হওয়ার একটা আশংকা থেকেই যায়। কাজেই বৃষ্টির হাত থেকে স্মার্টফোনটিকে বাঁচাতে জেনে নিন কিছু উপায়।

# বৃষ্টির মৌসুমে রাস্তায় বেরোনোর সময় সবসময় একটি প্লাস্টিকের প্যাকেট সঙ্গে রাখুন। এটি বিপদের সময় আপনার স্মার্টফোনটি একেবারে সুরক্ষিত রাখবে।

# বৃষ্টির মধ্যে ভেজার সময় কখনই ফোনে কথা বলবেন না। একবার যদি বৃষ্টির একটা ফোঁটাও স্মার্টফোনে ঢুকে যায়, তাহলে আপনার ফোনটিকে বাঁচানোর আর কোনো উপায় থাকবে না। তবে সবচেয়ে বেশি ভালো হয়, যদি আপনি ওয়াটার প্রুফ স্মার্টফোন কিনে নেন।

# ফোনে আজকাল অনেকেই নানারকম কভার ব্যবহার করেন। আপনিও চেষ্টা করুন ওয়াটার ফ্রুফ কোনও কভার ব্যবহার করতে।

# বৃষ্টির মধ্যে ফোনে কথা বলাটা যদি খুবই প্রয়োজনীয় হয়, তাহলে অবশ্যই ছাতা ব্যবহার করুন।

# বৃষ্টিতে বাইরে বেরোনোর সময় আপনার স্মার্টফোনটি সুইচ অফ করে দিন। তাতে যদি কোনোভাবে জল ঢুকেও যায়, তাহলেও খুব একটা ক্ষতি করবে না। সূত্র: জিনিউজ।

সোনালীনিউজ/ঢাকা/আমা

Link copied!