চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১৬২৯  

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ২, ২০২৩, ০৮:৫৮ পিএম
চলতি বছর ডেঙ্গুতে মৃত্যু ১৬২৯  

ঢাকা: দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। ঢাকা মহানগরের একটি হাসপাতালে তিনি মারা যান।  চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে মারা গেলেন ১ হাজার ৬২৯ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সর্বশেষ ২৪ ঘণ্টায় (গতকাল শুক্রবার সকাল আটটা থেকে আজ সকাল আটটা পর্যন্ত) ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৬০৫ জন। তাদের মধ্যে ঢাকার হাসপাতালগুলোয় ১৩৯ ও ঢাকার বাইরের হাসপাতালগুলোয় ৪৬৬ জন ভর্তি হন।

চলতি বছর দেশে এ পর্যন্ত ডেঙ্গু নিয়ে ৩ লাখ ১২ হাজার ৯৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ লাখ ৮ হাজার ১১৩ জন এবং ঢাকার বাইরে ভর্তি হন ২ লাখ ৪ হাজার ৮৫১ জন।

শীত এলেও দেশে ডেঙ্গুর প্রকোপ কমছে না। গত বছর শীতে ডেঙ্গুর সংক্রমণ থাকলেও রোগটির এত বিস্তৃতি দেখা যায়নি। এ বছর এমন কোনো মাস নেই যে ডেঙ্গু রোগী ছিল না। গত নভেম্বর মাসে ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা গত বছরের নভেম্বরের দ্বিগুণ।

গত শতাব্দীর ষাটের দশকে এ দেশে ডেঙ্গু শনাক্ত হয়। এরপর ২০০০ সালে প্রথম বড় আকারে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দেয়। ডেঙ্গু ছিল মূলত ঢাকা শহরকেন্দ্রিক। এরপর প্রতিবছর কমবেশি ডেঙ্গুর সংক্রমণ দেখা দিতে থাকে। তবে ডেঙ্গু বড় বড় শহরেই সীমাবদ্ধ ছিল। ২০১৯ সালে বড় বড় শহরের পাশাপাশি কয়েকটি গ্রামেও ডেঙ্গু শনাক্ত হয়।

এ বছর ঢাকা শহরের বাইরে দুই লাখের বেশি মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। উপকূলের জেলাগুলোয় ডেঙ্গুর প্রকোপ নতুন ঝুঁকি বলে মনে করছেন জনস্বাস্থ্যবিদেরা। চলতি বছর ৬৪টি জেলাতেই ডেঙ্গু শনাক্ত হয়েছে, বহু গ্রামের মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এর অর্থ, সারা দেশে ডেঙ্গুর বাহক এডিস মশা আছে।

এআর

Link copied!