ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭৪২

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৬:৪৬ পিএম
ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, হাসপাতালে ৭৪২

ফাইল ছবি

ঢাকা: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এরমধ্যে দুইজন ঢাকার বাসিন্দা। এছাড়া একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৪২ জন। এদের মধ্যে ঢাকা সিটির ১৫৬ জন এবং ঢাকা সিটির বাইরে ৫৮৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ২ হাজার ৯৭০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন।

রোববার (৩ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩ লাখ ১৩ হাজার ৭০৬ জন। সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩ লাখ ৯ হাজার ১০৪ জন। মারা গেছেন ১ হাজার ৬৩২ জন। এরমধ্যে ঢাকা সিটির ৯৪৪ জন এবং ঢাকা সিটির বাইরের ৬৮৮ জন।

স্বাস্থ্য অধিদপ্তর ও আইইডিসিআরের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত ও মৃত্যুর সরকারি পরিসংখ্যান গত ২৪ বছরের সব রেকর্ড ভেঙে দিয়েছে। দেশে গত ১৫ নভেম্বর ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ২৪ জন মারা গেছেন, যা একদিনে এ বছরের সর্বোচ্চ মৃত্যু।

এর আগে গত ২০ সেপ্টেম্বর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে একদিনে ২১ জন মারা যান, যা ডেঙ্গুতে এ বছর দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু। তারও আগে গত ২ সেপ্টেম্বরও ডেঙ্গুতে ২১ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর।

ওয়াইএ

Link copied!