চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেনি

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১০, ২০১৭, ০৬:২৬ পিএম
চিকুনগুনিয়া মহামারী আকার ধারণ করেনি

ঢাকা: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে চিকুনগুনিয়া আক্রান্তের হার বাড়লেও তা মহামারী আকার ধারণ করেনি। আর এটা মহামারী কোনো রোগও নয়।

সোমবার (১০ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জাহিদ মালেক বলেন, চিকুনগুনিয়া মারাত্বক কোনো রোগ নয়। এটা মশাবাহিত একটি রোগ, যেভাবে ডেঙ্গু হয়। আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয় এ বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করেছে। বিভিন্ন জেলায় মশা নিধনে কর্মসূচিও গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, বর্ষা চলে আসায় মশা বৃদ্ধি পাচ্ছে এবং চিকুনগুনিয়াও বৃদ্ধি পাচ্ছে। কিন্তু আশ্বস্ত করছি যে চিকুনগুনিয়া এখন একটু কমে আসছে। কারণ মানুষ সচেতন হয়েছে।

মশার কামড় থেকে নিজেদের বাঁচিয়ে রাখার পাশাপাশি আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনগণের প্রতি আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সোনালীনিউজ/ঢাকা/জেএ

Link copied!