টেক্সাসে বন্যায় ৭৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ৭, ২০২৫, ০৯:০০ এএম
টেক্সাসে বন্যায় ৭৮ জনের মৃত্যু, নিখোঁজ ৪১

ঢাকা : যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ৭৮ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ছাড়া আরও ৪১ জন নিখোঁজ রয়েছেন। সোমবার (৭ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বাংলা সংস্থা বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মৃতদের মধ্যে ৬৮ জনের মৃত্যু হয়েছে কার কাউন্টিতে, যার মধ্যে রয়েছে ২৮ জন শিশু। সেখানে একটি নদীর ধারে অবস্থিত খ্রিস্টান কন্যাশিবির ‘ক্যাম্প মিস্টিক’ বন্যায় ভেসে যায়। এই ক্যাম্পের ১০ জন মেয়ে এবং একজন পরামর্শদাতা এখনো নিখোঁজ রয়েছেন।

কর্তৃপক্ষ বলেছে, মৃত্যুর সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা করা হচ্ছে। আগামী ২৪-৪৮ ঘণ্টার মধ্যে এই অঞ্চলে আরও ঝড়-বৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে, যা উদ্ধার কাজকে ব্যাহত করতে পারে। উদ্ধারকর্মীরা এর মধ্যেই কাদা ও ধ্বংসস্তূপের মধ্যে বিষধর সাপের মুখোমুখি হচ্ছেন।

বন্যার তিন দিন পর এটি টেক্সাসের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বড় অনুসন্ধান ও উদ্ধার অভিযানের একটি হিসেবে ধীরে ধীরে উদ্ধার কাজ থেকে মরদেহ উদ্ধারের দিকে এগিয়ে যাচ্ছে।

কার কাউন্টিতে যাদের মরদেহ উদ্ধার করা হয়েছে, তাদের মধ্যে ১৮ জন প্রাপ্তবয়স্ক ও ১০ জন শিশুর পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।

টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবট রোববার বলেন, "প্রতিটি নিখোঁজ ব্যক্তিকে খুঁজে বের করতে আমরা কোনো চেষ্টার কমতি রাখব না।"

“এটা দেখে সত্যিই মর্মান্তিক ছিল যে সেই ছোট ছোট শিশুরা কী পরিস্থিতির মধ্য দিয়ে গেছে,” বলেন অ্যাবট, যিনি শনিবার ঘটনাস্থল পরিদর্শন করেন।

পিএস

Link copied!