তুরস্কে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সন্দেহে ১৫৩ জন আটক

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জুলাই ১৮, ২০২৫, ০৭:১১ পিএম
তুরস্কে সন্ত্রাসী কার্যকলাপে জড়িত সন্দেহে ১৫৩ জন আটক

ঢাকা : আইএসআইএল সন্ত্রাসীদের কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে তুরস্কে ১৫৩ জনকে আটক করা হয়েছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়েরলিকায়ার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা মেহের নিউজ।

দেশেটির  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “গত দুই সপ্তাহে ২৮টি প্রদেশে আমাদের জেন্ডারমেরি বাহিনীর সন্ত্রাসী সংগঠনটির বিরুদ্ধে সংগঠিত অভিযানের ফলে, আইএসআইএলের কার্যকলাপে জড়িত থাকার সন্দেহে আমরা ১৫৩ জনকে আটক করেছি,” তিনি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স (পূর্বে টুইটার)–এ এক পোস্টে লিখেছেন।

সন্ত্রাসবাদ বিরোধী এই অভিযানগুলো ইস্তানবুল, ইজমির, আন্তালিয়া ও আদানা শহরে চালানো হয়।

আটক ব্যক্তিরা আইএসআইএলের কার্যকলাপে অংশগ্রহণ, অবৈধ গোষ্ঠীটিকে অর্থায়ন এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের প্রচার চালানোর সঙ্গে জড়িত থাকার সন্দেহভাজন।

এর আগে ১ জুন আনাদোলু সংস্থা জানায়, পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে আইএসআইএলের শীর্ষ নেতাদের একজন ওজগুর আলতুনকে আটক করা হয়েছে। জানানো হয়, এই অভিযানটি তুরস্কের জাতীয় গোয়েন্দা সংস্থা এবং পাকিস্তানের আন্তঃবিভাগীয় গোয়েন্দা সংস্থা যৌথভাবে পরিচালনা করে।

পিএস

Link copied!