ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার প্রথম দিনেই ৮ মিলিয়ন ডলার আয়ের চমক

  • নিজস্ব প্রতিবেদক | সোনালী নিউজ
  • প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৫:১৮ পিএম
ট্রাম্পের স্ত্রী মেলানিয়ার প্রথম দিনেই ৮ মিলিয়ন ডলার আয়ের চমক

ছবি: সংগৃহীত

ডোনাল্ড ট্রাম্পের স্ত্রী মেলানিয়া ট্রাম্পকে কেন্দ্র করে নির্মিত তথ্যচিত্র ‘মেলানিয়া’ উত্তর আমেরিকার বক্স অফিসে অপ্রত্যাশিতভাবে শক্তিশালী শুরু করতে চলেছে। শুক্রবার মুক্তির পর প্রাথমিক হিসাবে ছবিটি ৮ মিলিয়ন ডলার বা তারও বেশি আয় করার সম্ভাবনা দেখা যাচ্ছে। এই খবর অনেকের জন্যই চমকপ্রদ, কারণ মুক্তির আগে অনেকেই এটিকে ব্যর্থতার মুখে পড়তে দেখছিলেন।

গতকাল ওয়াশিংটন ডিসিতে আয়োজিত প্রিমিয়ার অনুষ্ঠানে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে উপস্থিত ছিলেন, যা ছবিটির বক্স অফিস গতিকে আরও বাড়িয়ে দিয়েছে। যদি এই প্রাথমিক প্রক্ষেপণ সত্যি হয়, তাহলে ‘মেলানিয়া’ উদ্বোধনী সপ্তাহান্তে তৃতীয় স্থান দখল করতে পারে। শীর্ষে থাকবে নতুন দুটি ছবি—‘সেন্ড হেল্প’ এবং ইউটিউবার মার্ক ফিশবাখের ‘আয়রন লাং’। ফলে জেসন স্ট্যাথাম অভিনীত অ্যাকশন ছবি ‘শেল্টার’ পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। এমন ফলাফলের কথা আগে খুব কম লোকই ভেবেছিলেন।

তবে ছবিটির প্রেক্ষাপট বিবেচনা করলে বিষয়টি আরও স্পষ্ট হয়। পরিচালক ব্রেট র‍্যাটনারের বিতর্কিত অতীতের কারণে এটি হলিউডে তার প্রত্যাবর্তনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে। অ্যামাজন এমজিএম স্টুডিওস ছবিটির স্বত্ব কিনতে ৪০ মিলিয়ন ডলার ব্যয় করেছে—যা একটি তথ্যচিত্রের জন্য রেকর্ড পরিমাণ এবং ইতিহাসে সবচেয়ে ব্যয়বহুল তথ্যচিত্র হিসেবে চিহ্নিত। অনেকে এটিকে হোয়াইট হাউসের সঙ্গে সম্পর্ক উন্নয়নের কৌশল বলেও মনে করছেন।

এছাড়া, বৈশ্বিক প্রচার-প্রসারে আরও ৩৫ মিলিয়ন ডলার খরচ করা হয়েছে, যার মধ্যে যুক্তরাষ্ট্রে প্রায় ১৫ মিলিয়ন এবং বিদেশে ১০ মিলিয়ন ডলার বরাদ্দ। সাধারণত বড় তথ্যচিত্রের ক্ষেত্রেও ঘরোয়া প্রচারণার বাজেট ৫-৭ মিলিয়ন ডলারের মধ্যে থাকে। তবে আল গোরের ‘অ্যান ইনকনভেনিয়েন্ট ট্রুথ’ এবং মাইকেল মুরের ‘ফারেনহাইট ৯/১১’-এর মতো পুরস্কারপ্রাপ্ত ছবিতে এরকম ব্যতিক্রম দেখা গিয়েছিল, যেখানে প্রায় ১৫ মিলিয়ন ডলার করে খরচ হয়েছিল (মুদ্রাস্ফীতি সমন্বয় ছাড়া)।

দুই দশক পরও মাইকেল মুরের ‘ফারেনহাইট ৯/১১’ সব ধরনের তথ্যচিত্রের মধ্যে সর্বোচ্চ আয়কারী হিসেবে রয়ে গেছে। মুক্তির প্রথম সপ্তাহান্তে ৮৬৮টি প্রেক্ষাগৃহ থেকে ২৩.৯ মিলিয়ন ডলার আয় করে এটি উত্তর আমেরিকায় মোট ১১৯.২ মিলিয়ন এবং বিশ্বব্যাপী ২২২ মিলিয়ন ডলার আয় করেছিল।
মুক্তির আগে ‘মেলানিয়া’ ১,৭৭৮টি প্রেক্ষাগৃহ থেকে প্রায় ৫ মিলিয়ন ডলার আয়ের প্রত্যাশা করা হয়েছিল, যা ২০২৩ সালের ‘আফটার ডেথ’-এর রেকর্ড ছাড়িয়ে যেত। কিন্তু টিকিট বিক্রির ধীরগতি দেখে অনেক প্রদর্শক আশাবাদ কমিয়ে দেন। সোশ্যাল মিডিয়ায় খালি হলের ছবি ছড়িয়ে পড়ে, ফলে কিছু হল মালিক ২-৪ মিলিয়ন ডলারের প্রক্ষেপণ করেন।

তবে শুক্রবার বিকেল থেকে পরিস্থিতি পাল্টে যায়। সাম্প্রতিক আয়ের তথ্য ও প্রদর্শকদের সঙ্গে আলোচনার পর বড় স্টুডিওগুলো দেখছে, ছবিটি ৮-৯ মিলিয়ন ডলার আয়ের দিকে এগোচ্ছে।

এসবিআর

Link copied!