এবার পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা করা হবে

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০১৯, ১১:১০ এএম
এবার পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা করা হবে

অনুপ্রবেশকারীদের আটকাতে এবার ভারতের পশ্চিমবঙ্গে নাগরিক তালিকা করার ঘোষণা দিয়েছেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। তিনি এমনই এক সময় এই ঘোষণা দিলেন যখন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসামের নাগরিক তালিকার বিরুদ্ধে স্বোচ্চার।  শুধু তাই নয়, পশ্চিমবঙ্গে নাগরিক পঞ্জি করার বিষয়ে কেন্দ্রীয় সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানিয়েছেন স্মৃতি ইরানি।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হন স্মৃতি ইরানি। তুলে ধরেন ১০০ দিনে মোদী সরকারের সাফল্যের খতিয়ান। কাশ্মিরের বিশেষ মর্যাদ বাতিল থেকে আসামের নাগরিক তালিকা- সবই সরকারের সাফল্য হিসেবে ব্যাখ্যা করেন স্মৃতি।

নাগরিক তালিকা নিয়ে মমতার বিরোধীতার বিষয়ে ইরানি বলেন, এক সময় ভুয়া ভোটার আটকাতে ছবিযুক্ত ভোটার কার্ডের পক্ষে বলেছেন মুখ্যমন্ত্রী। এটা মমতার দ্বিচারিতা। কিন্তু ছবিযুক্ত ভোটার কার্ডের সঙ্গে নাগরিক তালিকার কী সম্পর্ক?

প্রশ্ন এড়িয়ে স্মৃতি ইরানির জবাব, ‘অনুপ্রবেশকারীদের আটকাতে পশ্চিমবঙ্গ-সহ গোটা দেশেই নাগরিক তালিকা হবে। এটা বিজেপির ঘোষিত সিদ্ধান্ত।’

অন্য দিকে, যে প্রক্রিয়ায় আসামে নাগরিক তালিকা হয়েছে তার বিরোধিতা করে বিক্ষোভ কর্মসূচি দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস। মমতা নিজেও থাকবেন সেই বিক্ষোভে। এর আগেও ছোট পরিসরে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে তার দল।

সোনালীনিউজ/এএস

Link copied!