ভোরে দফায় দফায় রকেট হামলা, কেঁপে উঠলো বাগদাদের মার্কিন দূতাবাস

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২০, ১০:২৪ এএম
ভোরে দফায় দফায় রকেট হামলা, কেঁপে উঠলো বাগদাদের মার্কিন দূতাবাস

ঢাকা: ভোর রাতে ইরাকের রাজধানী বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস চত্বরে কয়েক দফায় রকেট হামলা চালানো হয়েছে। এতে এখন পর্যন্ত কোনো হতাহত কিংবা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

রোববার (১৬ জানুয়ারি) ভোর রাতে বাগদাদের সুরক্ষিত গ্রিন জোনে রকেটগুলো আঘাত হানে। হামলার পরপরই এলাকাটিতে উচ্চ সতর্কতামূলক সাইরেন বাজতে শোনা যায়। মার্কিন সামরিক সূত্রের বরাতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছে এসব তথ্য।

গত কয়েক মাসের মধ্যে স্থানটিতে আরও কয়েক দফায় ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছিল। যদিও হামলাগুলোর জন্য ইরান সমর্থিত দেশটির আধাসামরিক বাহিনীকেই দায়ী করছে যুক্তরাষ্ট্র। তবে কোনো পক্ষই এখনো এসব আক্রমণের দায় স্বীকার করেনি।

এর আগে ৩ জানুয়ারি ভোরে ইরাকের বাগদাদ শহরের বিমানবন্দরে মার্কিন বিমান হামলায় ইরানি জেনারেল কাসেম সোলাইমানি নিহত হন। প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে চালানো সেই অভিযানে তেহরান সমর্থিত পপুলার মবিলাইজেশন ফোর্সেসের (পিএমএফ) উপ প্রধান আবু মাহদি আল-মুহান্দিসসহ বাহিনীর বেশ কয়েকজন সদস্য প্রাণ হারান।

সোনালীনিউজ/এএস

Link copied!