প্রতিদিনই বাড়ছে করোনার মৃত্যুক্ষুধা, মৃত বেড়ে ৩৭৮১৫

  • আন্তর্জাতিক ডেস্ক | সোনালী নিউজ
  • প্রকাশিত: মার্চ ৩১, ২০২০, ১২:৪৫ পিএম
প্রতিদিনই বাড়ছে করোনার মৃত্যুক্ষুধা, মৃত বেড়ে ৩৭৮১৫

ঢাকা : বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিদিন কেড়ে নিচ্ছে শত শত মানুষের জীবন। এই ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৭ হাজার ৮১৫ জন। শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৫ হাজার ৭৭৭ জনের শরীরে।

করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করা হয়েছে। এরইমধ্যে ২০০টি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।

আক্রান্তদের মধ্যে সুস্থ হয়ে ঘরে ফিরেছেন ১ লাখ ৬৫ হাজার ৬০৭ জন। বর্তমানে চিকিৎসাধীন ৫ লাখ ৮২ হাজার ৩৫৫ জন। এদের মধ্যে ৫ লাখ ৫২ হাজার ৮৬৭ জনের অবস্থা স্থিতিশীল এবং ২৯ হাজার ৪৮৮ জনের অবস্থা গুরুতর।

আক্রান্তের দিক থেকে প্রথমেই যুক্তরাষ্ট্র থাকলেও মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি ইতালিতে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এক লাখ এক হাজার ৭৩৯ জন। সেখানে মারা গেছেন ১১ হাজার ৫৯১ জন।  ইতালির পরেই সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেন। এখানে আক্রান্তের সংখ্যা ৮৭ হাজার ৯৫৬ জন। মারা গেছেন ৭ হাজার ৭১৬ জন।

সোনালীনিউজ/এমটিঅই

Link copied!